Egg Shells Benefits: ডিমের খোলা ফেলে দেন? কাজে লাগালে কমবে জয়েন্ট পেন, ঝকঝকে হবে ঘরবাড়ি

Last Updated:
Egg Shells Benefits: আমরা নানাভাবে ডিম খেলেও খোলা ফেলে দিই জঞ্জালের মধ্যে। অজান্তেই হাতছাড়া করি অফুরন্ত উপকারিতা।
1/6
রান্নাঘরে মুহূর্তের মধ্যে আবর্জনায় পরিণত হয় ডিমের খোলা। আমরা নানাভাবে ডিম খেলেও খোলা ফেলে দিই জঞ্জালের মধ্যে। অজান্তেই হাতছাড়া করি অফুরন্ত উপকারিতা।
রান্নাঘরে মুহূর্তের মধ্যে আবর্জনায় পরিণত হয় ডিমের খোলা। আমরা নানাভাবে ডিম খেলেও খোলা ফেলে দিই জঞ্জালের মধ্যে। অজান্তেই হাতছাড়া করি অফুরন্ত উপকারিতা।
advertisement
2/6
ডিমের খোলা গুঁড়ো করে মিশিয়ে দিন পাখির খাবারে। পোষা পাখি যদি নাও থাকে, বাগানে বা ছাদে ছড়িয়ে দিন। পাখিরা ভিড় জমাবে আপনার বাড়িতে।
ডিমের খোলা গুঁড়ো করে মিশিয়ে দিন পাখির খাবারে। পোষা পাখি যদি নাও থাকে, বাগানে বা ছাদে ছড়িয়ে দিন। পাখিরা ভিড় জমাবে আপনার বাড়িতে।
advertisement
3/6
অ্যাপ সিডারে ভিজিয়ে রাখুন ডিমের খোলা। তার পর সেই মিশ্রণ মালিশ করুন গাঁটের যন্ত্রণার জায়গায়। সাময়িক আরাম পাবেন। কোলাজেন, কোন্ড্রইটিন, গল্ুকোস্যামাইন, হ্যালুরনিক অ্যাসিডের মতো উপাদান সাহায্য করবে উপশমে।
অ্যাপ সিডারে ভিজিয়ে রাখুন ডিমের খোলা। তার পর সেই মিশ্রণ মালিশ করুন গাঁটের যন্ত্রণার জায়গায়। সাময়িক আরাম পাবেন। কোলাজেন, কোন্ড্রইটিন, গল্ুকোস্যামাইন, হ্যালুরনিক অ্যাসিডের মতো উপাদান সাহায্য করবে উপশমে।
advertisement
4/6
ঘরবাড়ি পরিষ্কার করতে ডিমের খোলা অদ্বিতীয়। ফেলে না দিয়ে ডিমের খোলা গুঁড়ো করে মিশিয়ে দিন ঘর মোছার জলে। জৈব উপাদানে ঝকঝকে তকতকে হবে আপনার ঘরবাড়ি।
ঘরবাড়ি পরিষ্কার করতে ডিমের খোলা অদ্বিতীয়। ফেলে না দিয়ে ডিমের খোলা গুঁড়ো করে মিশিয়ে দিন ঘর মোছার জলে। জৈব উপাদানে ঝকঝকে তকতকে হবে আপনার ঘরবাড়ি।
advertisement
5/6
ডিমের খোলা গুঁড়ো করে মেশান গাছের মাটিতে। উপযুক্ত পুষ্টি পেয়ে তরতরিয়ে বেড়ে উঠবে আপনার বাড়ির গাছ। জৈব সার হিসেবে ডিমের খোলা খুবই উপকারী।
ডিমের খোলা গুঁড়ো করে মেশান গাছের মাটিতে। উপযুক্ত পুষ্টি পেয়ে তরতরিয়ে বেড়ে উঠবে আপনার বাড়ির গাছ। জৈব সার হিসেবে ডিমের খোলা খুবই উপকারী।
advertisement
6/6
কফির সঙ্গে ডিমের খোলা গুঁড়ো করে মিশিয়ে নিলেও এর স্বাদগুণ বাড়বে দুই-ই।
কফির সঙ্গে ডিমের খোলা গুঁড়ো করে মিশিয়ে নিলেও এর স্বাদগুণ বাড়বে দুই-ই।
advertisement
advertisement
advertisement