Egg Poach Street Style Recipe: বাইরে কুড়মুড়ে, ভেতরে তুলতুলে নরম! ডিমের এই বিশেষ পদ বর্ষায় দারুন হিট! বাড়িতে বানালে চেটেপুটে খাবে সবাই
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Egg Poach Street Style Recipe: এখন ইন্টারনেটে ট্রেন্ড করছে এক সাবেকি ঘরোয়া খাবার, এগ পোচেরই এক ভিন্ন রূপ, কেউ কেউ একে 'এগ পাউচ'ও বলছেন!
ঋতু অনুযায়ী মানুষের খাবার খাওয়ার ধরন বদলাতে থাকে। যেমন গ্রীষ্মকালে মানুষ ঠান্ডা এবং হালকা খাবার পছন্দ করলেও শীত এবং বর্ষাকালে মশলাদার এবং গরম কিছু খাওয়ার ইচ্ছা বেড়ে যায়। যখন বর্ষা নেমে আসে, তখন তেলেভাজার চাহিদা বেড়ে যায়, অনেকেই ডিম দিয়ে তৈরি নানা ধরনের খাবার খুব পছন্দ করেন। এক্ষেত্রে সবার আগে মাথায় এগ পকোড়ার কথাই আসবে! তবে, এখন ইন্টারনেটে ট্রেন্ড করছে এক সাবেকি ঘরোয়া খাবার, ডিম পোচেরই এক ভিন্ন রূপ, কেউ কেউ একে 'এগ পাউচ'ও বলছেন!
advertisement
advertisement
advertisement
এই সুস্বাদু খাবারটি তৈরি করাও খুব সহজ। প্রথমে একটি ছোট কড়াই বা বাটি আকৃতির ফ্রাইং প্যান নিতে হবে। মাঝারি আঁচে গরম করে তাতে একটু সরষের তেল বা সাদা তেল দিতে হবে- চাইলে মাখনও দেওয়া যায়। তেল বা মাখন একটু গরম হয়ে গেলেই একটি ডিম এমন ভাবে ঢেলে দিতে হবে যাতে কুসুম ভেঙে না যায়। এরপর ডিমের উপরে মিহি করে কাটা পেঁয়াজ, টমেটো, কাঁচালঙ্কা কুচি এবং তাজা ধনে পাতা দিতে হবে। স্বাদ অনুযায়ী লবণ ছিটিয়ে দিতে হবে।
advertisement
advertisement