Curd: ভাদ্রমাসের আবহাওয়ায় টক দই খাওয়া উচিত? জেনে নিন কী বলছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
সব ঋতুতেই কি দই খাওয়া ভাল? অনেক গুণ থাকলেও আয়ুর্বদে অনুযায়ী দই খাওয়ার প্রতি বিশেষ সতর্কতা নেওয়া জরুরি৷
টক হোক বা মিষ্টি, দই খেতে ভালবাসেন বেশিরভাগ সকলে৷ অনেকেরই রোজের খাদ্যতালিকায় পাকাপাকি জায়গা দখল করেছে দই৷ স্বাদে তো বটেই, গুণের জন্যেও দইয়ের বিশেষ কদর৷ দইতে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন, পটাসিয়াম এবং ম্যাগনেসিয়াম-সহ অসংখ্য পুষ্টি উপাদান রয়েছে। কিন্তু সব ঋতুতেই কি দই খাওয়া ভাল? অনেক গুণ থাকলেও আয়ুর্বদে অনুযায়ী দই খাওয়ার প্রতি বিশেষ সতর্কতা নেওয়া জরুরি৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ফলে মানুষের বদহজমের সমস্যা হতে পারে। পাশাপাশি পেট খারাপ হওয়ার আশঙ্কাও থাকে। সেপ্টেম্বরের প্রথম কয়েক সপ্তাহে দই খাওয়া উচিত নয়৷ তবে সপ্তাহের শেষের দিকে আবহাওয়া একটু ঠাণ্ডা হলেও দই খাওয়া যেতে পারে৷ খেতে চাইলে তাতে চিনি মিশিয়ে খান। শরীরের কোনও ক্ষতি হবে না। তবে অতিরিক্ত পরিমাণে দই খাওয়া উচিত নয়।
advertisement
আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, যেকোনও ঋতুতেই রাতে দই খাওয়া ক্ষতিকর। দই সকালে বা দুপুরে খাওয়া উচিত। রাতে দই খেলে পেটের রোগ দেখা দিতে পারে। দই অম্ল প্রকৃতির খাবার এবং ভুল সময়ে খেলে রক্ত দূষিত হতে পারে। এতে ত্বকের সমস্যাও হতে পারে। এমন পরিস্থিতিতে দই সবসময় সঠিক সময়ে খাওয়া উচিত। দইয়ে মুগ ডাল, মধু, ঘি, চিনি ও আমলা মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়।