তেল চিটচিটে রান্নাঘর ? নো চিন্তা, এই উপায়ে হয়ে উঠবে এক্কেবারে ঝকঝকে

Last Updated:
1/8
পুজো আসতে আর বেশি দেরি নেই। সারা বাড়ি পরিষ্কার করতে হবে-এ কথা ভাবলেই মনে হয়, সারা পুজো কাটবে এই ঘর পরিষ্কার করতে করতে৷ আসলে কিন্তু তা নয়৷ বাড়ি পরিষ্কার করার কাজ শুরু করুন রান্নাঘর থেকে৷ তাই দেখে নিন কীভাবে রান্নাঘরের চিটচিটেভাব পরিষ্কার করবেন (Photo Collected)
পুজো আসতে আর বেশি দেরি নেই। সারা বাড়ি পরিষ্কার করতে হবে-এ কথা ভাবলেই মনে হয়, সারা পুজো কাটবে এই ঘর পরিষ্কার করতে করতে৷ আসলে কিন্তু তা নয়৷ বাড়ি পরিষ্কার করার কাজ শুরু করুন রান্নাঘর থেকে৷ তাই দেখে নিন কীভাবে রান্নাঘরের চিটচিটেভাব পরিষ্কার করবেন (Photo Collected)
advertisement
2/8
রান্নাঘরে চিটচিটেভাব আসে গ্যাসের কারণে তাই রান্নাঘরে গ্যাসের চারপাশে টাইলস লাগান। দেখবেন চিটচিটেভাব অনেকটা কমে গেছে। আর টাইলস পরিষ্কার করাও অনেকটা সহজ।  (Photo Collected)
রান্নাঘরে চিটচিটেভাব আসে গ্যাসের কারণে তাই রান্নাঘরে গ্যাসের চারপাশে টাইলস লাগান। দেখবেন চিটচিটেভাব অনেকটা কমে গেছে। আর টাইলস পরিষ্কার করাও অনেকটা সহজ। (Photo Collected)
advertisement
3/8
রান্না করার পর প্রতিদিন ওভেন পরিষ্কার করুন। সাবানজল বা লিকুইড ক্লিনার দিয়ে ওভেনের আশপাশও পরিষ্কার করে নিন। (Photo Collected)
রান্না করার পর প্রতিদিন ওভেন পরিষ্কার করুন। সাবানজল বা লিকুইড ক্লিনার দিয়ে ওভেনের আশপাশও পরিষ্কার করে নিন। (Photo Collected)
advertisement
4/8
রান্নাঘরে মোটা ঝুল জমে। গ্যাসে রান্না করার কারণে রান্নাঘরে মাঝে মাঝে হালকা ধোঁয়া হয়। এছাড়া রান্না করবার সময় রান্না করা তেল পুড়ে ওপর দিকে ওঠে। তাই রান্নাঘরে চিটচিটেভাব হয়ে যায়। তাই সপ্তাহে একবার রান্নাঘরের ঝুল পরিষ্কার করুন। (Photo Collected)
রান্নাঘরে মোটা ঝুল জমে। গ্যাসে রান্না করার কারণে রান্নাঘরে মাঝে মাঝে হালকা ধোঁয়া হয়। এছাড়া রান্না করবার সময় রান্না করা তেল পুড়ে ওপর দিকে ওঠে। তাই রান্নাঘরে চিটচিটেভাব হয়ে যায়। তাই সপ্তাহে একবার রান্নাঘরের ঝুল পরিষ্কার করুন। (Photo Collected)
advertisement
5/8
রান্নাঘরের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র যেমন বিভিন্ন মশলার কৌটো, আনুষঙ্গিক সামগ্রী  সপ্তাহে অন্তত একদিন পরিষ্কার করুন। (Photo Collected)
রান্নাঘরের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র যেমন বিভিন্ন মশলার কৌটো, আনুষঙ্গিক সামগ্রী সপ্তাহে অন্তত একদিন পরিষ্কার করুন। (Photo Collected)
advertisement
6/8
রান্নাঘরের জানালার গ্রিলে অনেক সময় তেল ও ঝুল আটকায়। তাই কিছুদিন পরপর সাবান জলে ভিজিয়ে স্পঞ্জ বা কাপড় দিয়ে রান্নাঘরের জানালার গ্রিল পরিষ্কার করে নিন। (Photo Collected)
রান্নাঘরের জানালার গ্রিলে অনেক সময় তেল ও ঝুল আটকায়। তাই কিছুদিন পরপর সাবান জলে ভিজিয়ে স্পঞ্জ বা কাপড় দিয়ে রান্নাঘরের জানালার গ্রিল পরিষ্কার করে নিন। (Photo Collected)
advertisement
7/8
গ্যাসের ওভেনের ভিতর ময়লা জমলে ওভেনের আগুনের শিখা লালাভ হয়। ফলে, রান্নাঘরে তেলচিটচিটে ভাব হওয়ার বেশি সম্ভবনা থাকে। তাই রান্নাঘরের ওভেন পরিষ্কার রাখুন। (Photo Collected)
গ্যাসের ওভেনের ভিতর ময়লা জমলে ওভেনের আগুনের শিখা লালাভ হয়। ফলে, রান্নাঘরে তেলচিটচিটে ভাব হওয়ার বেশি সম্ভবনা থাকে। তাই রান্নাঘরের ওভেন পরিষ্কার রাখুন। (Photo Collected)
advertisement
8/8
রান্নাঘর থাকা বাড়তি জিনিস সরিয়ে রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসপত্র আলাদা প্যাকেটে রেখে দিন। (Photo Collected)
রান্নাঘর থাকা বাড়তি জিনিস সরিয়ে রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসপত্র আলাদা প্যাকেটে রেখে দিন। (Photo Collected)
advertisement
advertisement
advertisement