Valentine's Day-তে সাজবেন কেমন? রইল মেকআপ টিপস

Last Updated:
রইল মেকআপ টিপস
1/7
 আজ ভ্যালেন্টাইনস ডে ৷ প্রেমে হাবুডুব খাওয়ার স্পেশাল প্রেম দিবস ৷ আর আপনি যদি সেজে ওঠেন শুধুই আপনার প্রিয় মানুষের জন্য, তাহলে তো মেকআপে এক্সট্রা কেয়ার লাগবেই৷ এই এক্সট্রা কেয়ার দিতেই এবার সেফোরা নিয়ে এসেছে মেকআপের এক নতুন খাজানা ৷ যার ছোঁয়ায় আপনি হয়ে উঠতে পারবেন পারফেক্ট ! Photo: Collected
আজ ভ্যালেন্টাইনস ডে ৷ প্রেমে হাবুডুব খাওয়ার স্পেশাল প্রেম দিবস ৷ আর আপনি যদি সেজে ওঠেন শুধুই আপনার প্রিয় মানুষের জন্য, তাহলে তো মেকআপে এক্সট্রা কেয়ার লাগবেই৷ এই এক্সট্রা কেয়ার দিতেই এবার সেফোরা নিয়ে এসেছে মেকআপের এক নতুন খাজানা ৷ যার ছোঁয়ায় আপনি হয়ে উঠতে পারবেন পারফেক্ট ! Photo: Collected
advertisement
2/7
চোখের ওপর খেলা করুক নানা রঙ ৷ ব্যবহার করতে পারেন Sephora’s Take Away Palette in Intense Coffee. দাম ১৯০০ টাকা৷
চোখের ওপর খেলা করুক নানা রঙ ৷ ব্যবহার করতে পারেন Sephora’s Take Away Palette in Intense Coffee. দাম ১৯০০ টাকা৷
advertisement
3/7
 প্রেম দিবসে চোখের ভাষায় কথা বলুন ৷ চোখের চাউনি থাকুক উষ্ণতা ভরা ৷ সেই চাউনিতে একটু আধটু দুষ্টুমি থাকলে সোনায়-সোহাগা ৷ ব্যবহার করতে পারেন সেফোরার Outrageous Volume Dramatic Volume Waterproof Mascara ৷ যা কিনা আপনার চোখকে করে তুলবে আরও সুন্দর ৷ দাম মাত্র ১, ৪৭০ টাকা ৷
প্রেম দিবসে চোখের ভাষায় কথা বলুন ৷ চোখের চাউনি থাকুক উষ্ণতা ভরা ৷ সেই চাউনিতে একটু আধটু দুষ্টুমি থাকলে সোনায়-সোহাগা ৷ ব্যবহার করতে পারেন সেফোরার Outrageous Volume Dramatic Volume Waterproof Mascara ৷ যা কিনা আপনার চোখকে করে তুলবে আরও সুন্দর ৷ দাম মাত্র ১, ৪৭০ টাকা ৷
advertisement
4/7
চোখে চোখে তো কথা চলবেই ৷ আর সঙ্গে থাকুক মিষ্টি হাসি ৷ ঠোঁটের মাঝে উঁকি দিক হালকা প্রেমের ইশারা ৷ ব্যবহার করতে পারেন সেফোরার Cover FX Shimmer Veil Highlighter in Amethyst ৷ দাম মাত্র ৩,০০০ টাকা ৷
চোখে চোখে তো কথা চলবেই ৷ আর সঙ্গে থাকুক মিষ্টি হাসি ৷ ঠোঁটের মাঝে উঁকি দিক হালকা প্রেমের ইশারা ৷ ব্যবহার করতে পারেন সেফোরার Cover FX Shimmer Veil Highlighter in Amethyst ৷ দাম মাত্র ৩,০০০ টাকা ৷
advertisement
5/7
 একে তো প্রেম দিবস, তার ওপর সঙ্গে প্রেমের মানুষ ৷ একেবারে রেডি থাকুন৷ নির্জনে, নিভৃতে যদি চুম্বনের সুযোগ আসে ! ব্যবহার করতে পারেন সেফোরার Rouge Matte Lipstick ৷ দাম ১,২২০
একে তো প্রেম দিবস, তার ওপর সঙ্গে প্রেমের মানুষ ৷ একেবারে রেডি থাকুন৷ নির্জনে, নিভৃতে যদি চুম্বনের সুযোগ আসে ! ব্যবহার করতে পারেন সেফোরার Rouge Matte Lipstick ৷ দাম ১,২২০
advertisement
6/7
 গোটা মুখে খেলা করুক হালকা শেড ৷ আর এ ব্যাপারে একেবারে যুথসই সেফোরার Nudestix’s Intense Matte Lip and Cheek Pencil in Stiletto৷ দাম পড়বে ২,১৮০ টাকা ৷
গোটা মুখে খেলা করুক হালকা শেড ৷ আর এ ব্যাপারে একেবারে যুথসই সেফোরার Nudestix’s Intense Matte Lip and Cheek Pencil in Stiletto৷ দাম পড়বে ২,১৮০ টাকা ৷
advertisement
7/7
 হাতে লাগিয়ে ফেলুন, ঝটপট শুকিয়ে যাবে সেফোরার এই নেলপলিশ ৷ সুন্দর করে সাজিয়ে তুলুন আপনার আঙুল ৷ কারণ, এই হাতই স্পর্শ পাবে আপনার প্রিয় মানুষের হাত ! দাম মাত্র ৪৪০ টাকা !
হাতে লাগিয়ে ফেলুন, ঝটপট শুকিয়ে যাবে সেফোরার এই নেলপলিশ ৷ সুন্দর করে সাজিয়ে তুলুন আপনার আঙুল ৷ কারণ, এই হাতই স্পর্শ পাবে আপনার প্রিয় মানুষের হাত ! দাম মাত্র ৪৪০ টাকা !
advertisement
advertisement
advertisement