Removing sun tan: গরম পড়তেই ত্বকে সান ট্যান? সহজেই তুলে ফেলুন এই ঘরোয়া উপকরণগুলিতে

Last Updated:
হাতের কাছে থাকা উপকরণে সহজেই তুলে ফেলা যায় ত্বকের উপর রোদের পোড়া দাগ৷(Easy tips to remove sun tan)
1/9
সানস্ক্রিনের স্পর্শ যতই থাকুক না কেন, গরমকালে ত্বকে কালো ছোপ পড়বেই৷ ত্বকের ট্যানড ভাব তুলতে একাধিক ঘরোয়া উপায় আছে৷ হাতের কাছে থাকা উপকরণে সহজেই তুলে ফেলা যায় ত্বকের উপর রোদের পোড়া দাগ৷(Easy tips to remove sun tan)
সানস্ক্রিনের স্পর্শ যতই থাকুক না কেন, গরমকালে ত্বকে কালো ছোপ পড়বেই৷ ত্বকের ট্যানড ভাব তুলতে একাধিক ঘরোয়া উপায় আছে৷ হাতের কাছে থাকা উপকরণে সহজেই তুলে ফেলা যায় ত্বকের উপর রোদের পোড়া দাগ৷(Easy tips to remove sun tan)
advertisement
2/9
রোদের পোড়া দাগ তুলতে সবথেকে কার্যকরী হল লেবুর রস৷ লেবুর রসের ভিটামিন সি কাজ করে অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে৷ লেবুর আম্লিক অংশ তুলে ফেলে সান ট্যান৷
রোদের পোড়া দাগ তুলতে সবথেকে কার্যকরী হল লেবুর রস৷ লেবুর রসের ভিটামিন সি কাজ করে অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে৷ লেবুর আম্লিক অংশ তুলে ফেলে সান ট্যান৷
advertisement
3/9
সম পরিমাণ শশার রস এবং গোলাপজল নিয়ে মিশ্রণ তৈরি করুন৷ এ বার তুলোর বল ওই রসে ভিজিয়ে সান ট্যানড অংশে দিন৷ কিছু ক্ষণ পর ধুয়ে ফেলুন ঠান্ডা জলে৷ এতে ত্বকের পোড়া ভাব অনেকটাই কমবে৷
সম পরিমাণ শশার রস এবং গোলাপজল নিয়ে মিশ্রণ তৈরি করুন৷ এ বার তুলোর বল ওই রসে ভিজিয়ে সান ট্যানড অংশে দিন৷ কিছু ক্ষণ পর ধুয়ে ফেলুন ঠান্ডা জলে৷ এতে ত্বকের পোড়া ভাব অনেকটাই কমবে৷
advertisement
4/9
বেসন ও হলুদের মিশ্রণ ত্বকের জন্য খুব ভল স্ক্রাবার৷ এই মিশ্রণে ত্বকের পোড়া দাগ উঠে যায়৷ অর্ধেক চামচ হলুদের সঙ্গে মেশান দু চামচ বেসন৷ তার পর লাগিয়ে রাখুন ট্যানড অংশে৷ শুকিয়ে গেলে ধুয়ে নিন জলে৷
বেসন ও হলুদের মিশ্রণ ত্বকের জন্য খুব ভল স্ক্রাবার৷ এই মিশ্রণে ত্বকের পোড়া দাগ উঠে যায়৷ অর্ধেক চামচ হলুদের সঙ্গে মেশান দু চামচ বেসন৷ তার পর লাগিয়ে রাখুন ট্যানড অংশে৷ শুকিয়ে গেলে ধুয়ে নিন জলে৷
advertisement
5/9
কাঁচা পেঁপের পেস্ট নিন দু’ চামচ৷ সঙ্গে মেশান ১ চামচ মধু৷ এই মিশ্রণ ট্যানড ত্বকে লাগিয়ে অপেক্ষা করুন ২০ মিনিট৷ এ বার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন৷
কাঁচা পেঁপের পেস্ট নিন দু’ চামচ৷ সঙ্গে মেশান ১ চামচ মধু৷ এই মিশ্রণ ট্যানড ত্বকে লাগিয়ে অপেক্ষা করুন ২০ মিনিট৷ এ বার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন৷
advertisement
6/9
সম পরিমাণ ওট মিল এবং বাটারমিল্ক নিন৷ মিশ্রণ তৈরি করে ত্বকে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন৷ এ বার জলে ধুয়ে ফেলুন৷
সম পরিমাণ ওট মিল এবং বাটারমিল্ক নিন৷ মিশ্রণ তৈরি করে ত্বকে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন৷ এ বার জলে ধুয়ে ফেলুন৷
advertisement
7/9
টোম্যাটো ও টক দইয়ের মিশ্রণ সানট্যান তুলে নতুন কোষ বৃদ্ধিতে সাহায্য করে৷ এই মিশ্রণ ত্বকে লাগিয়ে অপেক্ষা করুন আধঘণ্টা৷ তারপর মুখ ধুয়ে লাগিয়ে নিন ১ চামচ টোম্যাটো রস এবং ২ চামচ টকদই৷
টোম্যাটো ও টক দইয়ের মিশ্রণ সানট্যান তুলে নতুন কোষ বৃদ্ধিতে সাহায্য করে৷ এই মিশ্রণ ত্বকে লাগিয়ে অপেক্ষা করুন আধঘণ্টা৷ তারপর মুখ ধুয়ে লাগিয়ে নিন ১ চামচ টোম্যাটো রস এবং ২ চামচ টকদই৷
advertisement
8/9
সান ট্যান, সংক্রমণ দূর করে ত্বকে কোমল স্পর্শের অনুভূতি দেয় চন্দনের প্রলেপ৷ ত্বকের যে অংশ রোদে ঝলসে গিয়েছে সেখানে চন্দন লাগান৷ কালো দাগ উঠে যাওয়ার পাশাপাশি ত্বক মসৃণ হবে৷
সান ট্যান, সংক্রমণ দূর করে ত্বকে কোমল স্পর্শের অনুভূতি দেয় চন্দনের প্রলেপ৷ ত্বকের যে অংশ রোদে ঝলসে গিয়েছে সেখানে চন্দন লাগান৷ কালো দাগ উঠে যাওয়ার পাশাপাশি ত্বক মসৃণ হবে৷
advertisement
9/9
আনারস ও মধুতে আছে অ্যাসিড৷ ফলে এই দুই উপকরণে মৃত কোষ উঠে যায়৷ এই দুই উপকরণ মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন৷ সান ট্যানড অংশে লাগিয়ে কিছু ক্ষণ অপেক্ষা করে জলে ধুয়ে ফেলুন৷ তবে সেনসিটিভ ত্বকে সমস্যা হতে পারে৷ তাই আগে প্যাচ টেস্ট করে নেবেন৷
আনারস ও মধুতে আছে অ্যাসিড৷ ফলে এই দুই উপকরণে মৃত কোষ উঠে যায়৷ এই দুই উপকরণ মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন৷ সান ট্যানড অংশে লাগিয়ে কিছু ক্ষণ অপেক্ষা করে জলে ধুয়ে ফেলুন৷ তবে সেনসিটিভ ত্বকে সমস্যা হতে পারে৷ তাই আগে প্যাচ টেস্ট করে নেবেন৷
advertisement
advertisement
advertisement