Cold Room Without Air Conditioning Machine: এসি মেশিন ছাড়াই আপনার ঘরবাড়ি থাকবে ঠান্ডা, জানুন সহজ নিয়ম

Last Updated:
Cold Room Without Air Conditioning Machine: Disclaimer: জেনে নিন কিছু টিপস৷ যাতে এসি মেশিন ছাড়াই আপনার ঘর থাকে ঠান্ডা৷
1/10
ভ্যাপসা গরমে নাভিশ্বাস পর্ব চলছে এক মাসেরও বেশি সময় ধরে৷ দহনজ্বালায় নাজেহাল বাংলার মানুষের চাতক-অপেক্ষা চলছেই৷ হৈ হৈ করে বিক্রি হচ্ছে বাতানুকূল যন্ত্র এবং টেবিল ও সিলিং ফ্যান৷
ভ্যাপসা গরমে নাভিশ্বাস পর্ব চলছে এক মাসেরও বেশি সময় ধরে৷ দহনজ্বালায় নাজেহাল বাংলার মানুষের চাতক-অপেক্ষা চলছেই৷ হৈ হৈ করে বিক্রি হচ্ছে বাতানুকূল যন্ত্র এবং টেবিল ও সিলিং ফ্যান৷
advertisement
2/10
পরিবেশবিদরা বলছেন অতিরিক্ত গরমের জন্য দায়ী যথেচ্ছ এসি মেশিন বা শীতাতপ যন্ত্র ব্যবহার৷ তাছাড়া এই যন্ত্র ব্যবহার করলে বিদ্যুতের বিলও আসে চড়া৷
পরিবেশবিদরা বলছেন অতিরিক্ত গরমের জন্য দায়ী যথেচ্ছ এসি মেশিন বা শীতাতপ যন্ত্র ব্যবহার৷ তাছাড়া এই যন্ত্র ব্যবহার করলে বিদ্যুতের বিলও আসে চড়া৷
advertisement
3/10
তাই জেনে নিন আর্কিটেকচারের দেওয়া কিছু টিপস৷ যাতে এসি মেশিন ছাড়াই আপনার ঘর থাকে ঠান্ডা৷ একবার ভেবে দেখুন, আগেকার দিনেও গরম ছিল তীব্র৷ কিন্তু এখনও এসিহীন পুরনো বাড়ি শীতল থাকে গরমে৷
তাই জেনে নিন আর্কিটেকচারের দেওয়া কিছু টিপস৷ যাতে এসি মেশিন ছাড়াই আপনার ঘর থাকে ঠান্ডা৷ একবার ভেবে দেখুন, আগেকার দিনেও গরম ছিল তীব্র৷ কিন্তু এখনও এসিহীন পুরনো বাড়ি শীতল থাকে গরমে৷
advertisement
4/10
এখনকার ঘরবাড়িতে ঘুলঘুলি থাকে না৷ ফলে ভেন্টিলেশন ঠিকমতো হয় না৷ এবং আমাদের গরম বেশি লাগে৷ তাই দেখতে ন্যূনতম ভেন্টিলেশনের জন্য দরজা জানালার অবস্থান সঠিক হওয়া দরকার৷
এখনকার ঘরবাড়িতে ঘুলঘুলি থাকে না৷ ফলে ভেন্টিলেশন ঠিকমতো হয় না৷ এবং আমাদের গরম বেশি লাগে৷ তাই দেখতে ন্যূনতম ভেন্টিলেশনের জন্য দরজা জানালার অবস্থান সঠিক হওয়া দরকার৷
advertisement
5/10
ভারী আসবাবপত্র কাছাকাছি রাখলে ঘরের তাপমাত্রা বেশি হবে৷ তাই চেষ্টা করুন ভারী আসবাবপত্র একটু ছড়িয়ে ছিটিয়ে রাখতে৷
ভারী আসবাবপত্র কাছাকাছি রাখলে ঘরের তাপমাত্রা বেশি হবে৷ তাই চেষ্টা করুন ভারী আসবাবপত্র একটু ছড়িয়ে ছিটিয়ে রাখতে৷
advertisement
6/10
ঘরের দেওয়ালে সব সময় হাল্কা রং রাখুন৷ এতে চার দেওয়ালের চৌহদ্দিতে গরমের তীব্রতা কম হবে৷
ঘরের দেওয়ালে সব সময় হাল্কা রং রাখুন৷ এতে চার দেওয়ালের চৌহদ্দিতে গরমের তীব্রতা কম হবে৷
advertisement
7/10
ঘর সাজান ইন্ডোর প্ল্যান্টসে৷ এতে উদ্ভিদের দ্বারা সূর্যরশ্মি শোষণ বেশি হবে৷ ঘরের তাপমাত্রাও কম থাকবে৷
ঘর সাজান ইন্ডোর প্ল্যান্টসে৷ এতে উদ্ভিদের দ্বারা সূর্যরশ্মি শোষণ বেশি হবে৷ ঘরের তাপমাত্রাও কম থাকবে৷
advertisement
8/10
বাড়ির ঘরের তাপমাত্রা কেমন থাকবে তার অনেকটাই নির্ভর করে ছাদের উপর৷ ছাদের মেঝেতে চুনকাম করে নিন৷ তাহলে বাড়িতে তাপসঞ্চার কম হবে৷ গরমও কম লাগবে৷
বাড়ির ঘরের তাপমাত্রা কেমন থাকবে তার অনেকটাই নির্ভর করে ছাদের উপর৷ ছাদের মেঝেতে চুনকাম করে নিন৷ তাহলে বাড়িতে তাপসঞ্চার কম হবে৷ গরমও কম লাগবে৷
advertisement
9/10
পুরনো দিনের মাটির ঘরের আধুনিক রূপ হল মাড প্লাস্টার৷ এতে দেওয়ালের উপর মাটির আস্তরন ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে৷
পুরনো দিনের মাটির ঘরের আধুনিক রূপ হল মাড প্লাস্টার৷ এতে দেওয়ালের উপর মাটির আস্তরন ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে৷
advertisement
10/10
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement