Tips to be happy in life: সবাই তো সুখী হতে চায়! জীবনে সুখী হওয়ার সহজ উপায় জানুন

Last Updated:
Tips to be happy in life: দৈনন্দিন জীবনের জটিলতা কাটিয়ে কী করে সুখী হওয়া যায়, তার হদিশও দেন তাঁরা
1/9
সবাই তো সুখী হতে চায়৷ কেউ হয়, কেউ হয় না৷ বাংলা গানের এই দু’ কলিতেই যেন ধরা জীবনের সারমর্ম৷ কিন্তু কেন সকলে সুখী হন না?
সবাই তো সুখী হতে চায়৷ কেউ হয়, কেউ হয় না৷ বাংলা গানের এই দু’ কলিতেই যেন ধরা জীবনের সারমর্ম৷ কিন্তু কেন সকলে সুখী হন না?
advertisement
2/9
মনোবিদরা বলেন, সুখ আপেক্ষিক৷ তাই কেউ সুখী হবেন কিনা, সেটা সম্পূর্ণ তাঁর নিজের উপর নির্ভর করছে৷ দৈনন্দিন জীবনের জটিলতা কাটিয়ে কী করে সুখী হওয়া যায়, তার হদিশও দেন তাঁরা৷
মনোবিদরা বলেন, সুখ আপেক্ষিক৷ তাই কেউ সুখী হবেন কিনা, সেটা সম্পূর্ণ তাঁর নিজের উপর নির্ভর করছে৷ দৈনন্দিন জীবনের জটিলতা কাটিয়ে কী করে সুখী হওয়া যায়, তার হদিশও দেন তাঁরা৷
advertisement
3/9
যা পেয়েছি, তাই নিয়ে খুশি থাকতে হবে৷ কী পেলাম না, সেটা নিয়ে আক্ষেপ করলে চলবে না৷ যত টুকু পেয়েছি, তত টুকুর জন্যই ধন্যবাদ জানাতে হবে৷
যা পেয়েছি, তাই নিয়ে খুশি থাকতে হবে৷ কী পেলাম না, সেটা নিয়ে আক্ষেপ করলে চলবে না৷ যত টুকু পেয়েছি, তত টুকুর জন্যই ধন্যবাদ জানাতে হবে৷
advertisement
4/9
সদর্থক চিন্তাভাবনা করেন এমন পজিটিভ মানুষের সঙ্গে মিশতে হবে৷ তাহলে নিজের পারিপার্শ্বিকও ভরে উঠবে সদর্থক বার্তায়৷
সদর্থক চিন্তাভাবনা করেন এমন পজিটিভ মানুষের সঙ্গে মিশতে হবে৷ তাহলে নিজের পারিপার্শ্বিকও ভরে উঠবে সদর্থক বার্তায়৷
advertisement
5/9
জীবনের যে মুহূর্ত যে ভাবে আসছে, তাকে গ্রহণ করতে হবে৷ অযথা জাজমেন্টাল হয়ে পড়া চলবে না৷
জীবনের যে মুহূর্ত যে ভাবে আসছে, তাকে গ্রহণ করতে হবে৷ অযথা জাজমেন্টাল হয়ে পড়া চলবে না৷
advertisement
6/9
নিয়মিত কায়িক পরিশ্রম করতেই হবে৷ সম্ভব না হলে শারীরিক কসরত করতে হবে৷
নিয়মিত কায়িক পরিশ্রম করতেই হবে৷ সম্ভব না হলে শারীরিক কসরত করতে হবে৷
advertisement
7/9
নিজের প্যাশন বা শখ পূরণ করতে হবে৷ নিজেকে সময় দিতে হবে৷
নিজের প্যাশন বা শখ পূরণ করতে হবে৷ নিজেকে সময় দিতে হবে৷
advertisement
8/9
যত ছোট পদক্ষেপই হোক না কেন, অন্যকে সাহায্য করার জন্য তাঁর পাশে দাঁড়াতে হবে৷
যত ছোট পদক্ষেপই হোক না কেন, অন্যকে সাহায্য করার জন্য তাঁর পাশে দাঁড়াতে হবে৷
advertisement
9/9
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement