Easy Sweet Recipe: লাগবে কেবল আধ ঘণ্টা, রাজস্থানি এই মিষ্টি বানিয়ে পরিবারের সকলকে চমকে দিন, খরচ খুব সামান্য!
- Published by:Raima Chakraborty
- local18
- Reported by:Trending Desk
Last Updated:
Easy Sweet Recipe: খুব সহজে ঘরেই বানানো যায় রাজস্থানি ঘেবর, বানাতে সময় লাগবে বড়জোর আধা ঘণ্টা। জানুন রেসিপি...
ভাই-বোনের অটুট বন্ধনের মাধুর্যে ভরা এক উৎসব। সেই মাধুর্যেরই প্রতিফলন ভাইফোঁটার মিষ্টির থালায়। বাঙালি সংস্কৃতিতে ৫টা মিষ্টি দিতেই হয়! এবার না হয় একটু চমক আনা যাক, আগুনগরম মিষ্টির বাজারে ঘরেই বানানো যাক রাজস্থানি ঘেবর, একটা মিষ্টিই গোটা ভাইফোঁটার থালা জুড়ে থাকবে, বানাতে সময় লাগবে বড়জোর আধা ঘণ্টা।
advertisement
ঘেবর তৈরি করতে কয়েকটি সাধারণ উপকরণের প্রয়োজন: ২ কাপ ময়দা, ১ কাপ খাঁটি ঘি, ১/২ কাপ দুধ এবং ৪ কাপ জল। ভাজার জন্য প্রয়োজন অনুসারে ঘি, ১/৪ চা চামচ এলাচ গুঁড়ো, চাইলে ১/২ চা চামচ খাওয়ার রঙ। সিরাপ তৈরি করতে ১ কাপ চিনি এবং ১ কাপ জল লাগবে। ঘেভার সাজানোর এবং স্বাদ বাড়ানোর জন্য এলাচ গুঁড়ো, পেস্তা এবং জাফরান টপিং হিসেবে ব্যবহার করা যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
