পার্লার যাওয়ার দরকার নেই, এই কয়েকটি উপায়ে বাড়িতেই পাবেন জেল্লাদার ত্বক
- Published by:Rachana Majumder
Last Updated:
এই টিপস কাজেও দেবে আর তার জন্য খাটনিও হবে কম।
চাঁদের মতো উজ্জ্বল ত্বক কে না চায়? তবে এই জীবনে কোনও কিছুই সহজে পাওয়া যায় না। ভাল ও সুস্থ ত্বক পেতে গেলেও অনেক পরিশ্রম করতে হয়। তবে যাঁরা ভয়ানক রকমের কুঁড়ে হন, তাঁরা মোটেই এত খাটনি খাটতে রাজি হন না। তাহলে যাঁরা একটু কম পরিশ্রমী তাঁদের কি ভাল ত্বক পাওয়ার অধিকার নেই? আলবাত আছে! কারণ তাঁদের জন্যই রয়েছে এই সাধারণ এবং সহজ কিছু বিউটি টিপস। এই টিপস কাজেও দেবে আর তার জন্য খাটনিও হবে কম।
advertisement
advertisement
ঘুম ও আর্দ্রতার প্রয়োজন-ভাল ত্বকের জন্য এই দুটি খুবই প্রয়োজন। ত্বকের মেরামতি করতে ও তার আভা অটুট রাখতে যে কোনও মানুষের পর্যাপ্ত ঘুম দরকার। একে রূপচর্চার ভাষায় বিউটি স্লিপ বলে। ত্বকের আর্দ্রতা মানে শুধু বাইরের আর্দ্রতা নয়। ভিতরের আর্দ্রতাও জরুরি। তার জন্য সারা দিনে প্রচুর জল পান করতে হবে। যাতে ত্বক ভিতর থেকে আর্দ্র থাকে। যদি ঠিকমতো নিয়ম মেনে জল পান করা যায় তাহলে ত্বক কোমল ও সুন্দর হবে।
advertisement
advertisement
advertisement
অতিরিক্ত মেকআপ বাদ দিতে হবে-কম মেকআপ করলে ও কন্সিলার কম ব্যবহার করলে ত্বক পরিষ্কার থাকে। কারণ বার বার মুখ ধুলেও মেকআপের অবশিষ্ট থেকে যেতে পারে। এই কারণেই সপ্তাহে এক বা দুই দিন মেকআপ-মুক্ত থাকা দরকার। যে কোনও মানুষের যে স্বাভাবিক সৌন্দর্য থাকে, অতিরক্ত মেকআপ সেটা নষ্ট করে দেয়। তাই যেটুকু প্রয়োজন সেটুকু মেকআপই যথেষ্ট।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement