Ear Piercing: কোন বয়সে বাচ্চার কান ফুটো করাবেন, কী সাবধানতা নেবেন, জানুন প্রয়োজনীয় তথ্য
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Ear Piercing: কান ফুটো করা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যা আমরা অনেকেই জানি না। বাচ্চার কান বিধাঁনোর সময় এই বিষয়গুলিতে মনোযোগ দিতে হবে মা-বাবাদের।
advertisement
advertisement
প্রথমবার কান ফোটানো: প্রথমবার, খুব অল্প বয়সেই কান কান ফুটো করা ভাল। এর মানে হল একটি শিশুর টিটেনাস টিকা দেওয়ার পর কান ফোটানো নিরাপদ। ভারতের ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম অনুসারে প্রথম টিটেনাস টিকা ১৪ সপ্তাহে দেওয়া হয়। তাই, শিশুর বয়স ৫-৬ মাস হলে আপনি শিশুর জন্য কান ফুটো করার পরিকল্পনা করতে পারেন।
advertisement
advertisement