Durga Puja Travel: লাগবে না পাসপোর্ট! পুজোয় সামান্য খরচে ট্রেনেই পৌঁছন বিদেশ! খরচ-হোটেলের সব তথ্য জানুন
- Reported by:SUROJIT DEY
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Durga Puja Travel 2024: ভুটানের সংস্কৃতি পরখ করে দেখবার, জীবনযাত্রাকে চেনার, অজানাকে জানার সুযোগ রয়েছে ভরপুর। এবার প্রশ্ন, কীভাবে আসবেন? ট্রেনে চেপে নিউ জলপাইগুড়ি এলে সেখান থেকে মাত্র ৬ ঘণ্টায় পৌঁছে যাবেন ভুটানে। এবার পুজোয় বিদেশ ভ্রমণ হয়ে যাক।
advertisement
advertisement
*ভুটানের এত পর্যটন কেন্দ্রের মধ্যে কোন জায়গায় যাবেন ভাবছেন? সেইরকমই একটি দুর্দান্ত জায়গা হল ভুটানের পারো উপত্যকা। পারো উপত্যকার নির্মল সৌন্দর্যে অবস্থিত বুখারি রেস্তোরাঁয় সেই দেশের সিগনেচার ডিশগুলিও উপভোগ করতে পারবেন মন খুলে। এই উপত্যকার চারপাশ সবুজে ঘেরা, চোখে মিলবে শান্তি, মনে অনুভূত হবে ডানা মেলে উড়ে চলা পাখির মতো।
advertisement
advertisement
advertisement





