Durga Puja Travel: নামেই ‘হত্যা‘! সপ্তাহান্তের ছোট্ট ছুটিতে বেড়াতে আসুন শাল-পিয়ালে ভরে থাকা টিলায় ঘেরা খুনডুংরিতে

Last Updated:
Durga Puja Travel: এ বার পর্যটকদের কাছে নতুন আকর্ষণের জায়গা হয়ে উঠেছে গণ্ডারের শিংয়ের আকৃতির পাথরের চাঁইয়ের পাহাড়।
1/6
বেলপাহাড়ির শাল জঙ্গল, ঢেউ খেলান পাহাড়, আঁকাবাঁকা রাস্তা, জলপ্রপাতের টানে সারা বছরই কমবেশি পর্যটকের আনাগোনা লেগে থাকে। দিঘার পাশাপাশি উইকএন্ডেও জমজমাট হয়ে উঠেছে বেলপাহাড়ি।
বেলপাহাড়ির শাল জঙ্গল, ঢেউ খেলান পাহাড়, আঁকাবাঁকা রাস্তা, জলপ্রপাতের টানে সারা বছরই কমবেশি পর্যটকের আনাগোনা লেগে থাকে। দিঘার পাশাপাশি উইকএন্ডেও জমজমাট হয়ে উঠেছে বেলপাহাড়ি।
advertisement
2/6
বেলপাহাড়ির কাঁকড়াঝোড়ের ঢেউ খেলান ট্রেকিং রুট, ঢাঙ্গীকুসুমের হদহদী জলপ্রপাত, ঘাঘরা জলপ্রপাত, গাড়রিশিনী পাহাড়ে ট্রেকিং এবং কেতকি ঝর্নার মনোরম পরিবেশ ও খাঁদারানী লেক পর্যটকদের কাছে অতি পরিচিত। কিন্তু এ বার পর্যটকদের কাছে নতুন আকর্ষণের জায়গা হয়ে উঠেছে গণ্ডারের শিংয়ের আকৃতির পাথরের চাঁইয়ের পাহাড়। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
বেলপাহাড়ির কাঁকড়াঝোড়ের ঢেউ খেলান ট্রেকিং রুট, ঢাঙ্গীকুসুমের হদহদী জলপ্রপাত, ঘাঘরা জলপ্রপাত, গাড়রিশিনী পাহাড়ে ট্রেকিং এবং কেতকি ঝর্নার মনোরম পরিবেশ ও খাঁদারানী লেক পর্যটকদের কাছে অতি পরিচিত। কিন্তু এ বার পর্যটকদের কাছে নতুন আকর্ষণের জায়গা হয়ে উঠেছে গণ্ডারের শিংয়ের আকৃতির পাথরের চাঁইয়ের পাহাড়। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
3/6
বেলপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের আগুইবিল থেকে গাড়রাশিনী পাহাড় পাহাড়ি পথে পর্যটকদের ভিড় হয়ে কিছুটা ব্যংবুটা গ্রামের দিকে এগিয়ে গেলেই চোখে পড়বে এই পাহাড়। জায়গার নাম খুনডুংরি। ভিড় বাড়ছে সেখানেও। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
বেলপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের আগুইবিল থেকে গাড়রাশিনী পাহাড় পাহাড়ি পথে পর্যটকদের ভিড় হয়ে কিছুটা ব্যংবুটা গ্রামের দিকে এগিয়ে গেলেই চোখে পড়বে এই পাহাড়। জায়গার নাম খুনডুংরি। ভিড় বাড়ছে সেখানেও। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
4/6
দূর থেকে মনে হবে যেন সিং উচিয়ে রয়েছে গণ্ডার। সেখানকার শান্ত পরিবেশ পর্যটকদের মন ছুঁয়ে যায়। বেলপাহাড়ি ট্যুরিজম অ্যাসোসিয়েশনের মুখপাত্র বিধান দেবনাথ বলেন, 'পর্যটকদের নতুন আকর্ষণের জায়গা এখন খুনডুংরি। তার চারপাশের সবুজ শাল জঙ্গল রয়েছে। নিরিবিলি জায়গায় এই দৃশ্য অনেকে উপভোগ করতে আসছেন।' (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
দূর থেকে মনে হবে যেন সিং উচিয়ে রয়েছে গণ্ডার। সেখানকার শান্ত পরিবেশ পর্যটকদের মন ছুঁয়ে যায়। বেলপাহাড়ি ট্যুরিজম অ্যাসোসিয়েশনের মুখপাত্র বিধান দেবনাথ বলেন, 'পর্যটকদের নতুন আকর্ষণের জায়গা এখন খুনডুংরি। তার চারপাশের সবুজ শাল জঙ্গল রয়েছে। নিরিবিলি জায়গায় এই দৃশ্য অনেকে উপভোগ করতে আসছেন।' (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
5/6
কয়েকদিন আগেই খুনডুংরি বেড়াতে গিয়েছিলেন ঝাড়গ্রামের জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের উপ অধিকর্তা অরুণাভ দত্ত। তাঁর কথায়, 'জায়গাটি অপরূপ। শাল জঙ্গলের পরিবেশটাও খুব ভাল'। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
কয়েকদিন আগেই খুনডুংরি বেড়াতে গিয়েছিলেন ঝাড়গ্রামের জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের উপ অধিকর্তা অরুণাভ দত্ত। তাঁর কথায়, 'জায়গাটি অপরূপ। শাল জঙ্গলের পরিবেশটাও খুব ভাল'। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
6/6
বেলপাহাড়ির আগুইবিল, গোহালবেড়া, বালিচুয়া, সাতবাঁকি, ঢাঙ্গীকুসুম, আমলাশোল, কাঁকড়াঝোড় যেখানেএক সময় লোক আসতে ভয় করত সেখানে আজ পর্যটকদের ভিড়। জঙ্গলের মাঝেই গড়ে উঠেছে বিভিন্ন জায়গায় রিসর্ট ও হোম-স্টে। যার ফলে আয়ের মুখ দেখছেন বেলপাহাড়িবাসী। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
বেলপাহাড়ির আগুইবিল, গোহালবেড়া, বালিচুয়া, সাতবাঁকি, ঢাঙ্গীকুসুম, আমলাশোল, কাঁকড়াঝোড় যেখানেএকসময়লোকআসতেভয়করতসেখানে আজ পর্যটকদের ভিড়। জঙ্গলের মাঝেই গড়ে উঠেছে বিভিন্ন জায়গায় রিসর্ট ও হোম-স্টে। যার ফলে আয়ের মুখ দেখছেন বেলপাহাড়িবাসী। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
advertisement
advertisement