Durga Puja Travel: নামেই ‘হত্যা‘! সপ্তাহান্তের ছোট্ট ছুটিতে বেড়াতে আসুন শাল-পিয়ালে ভরে থাকা টিলায় ঘেরা খুনডুংরিতে
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Tanmoy Nandi
Last Updated:
Durga Puja Travel: এ বার পর্যটকদের কাছে নতুন আকর্ষণের জায়গা হয়ে উঠেছে গণ্ডারের শিংয়ের আকৃতির পাথরের চাঁইয়ের পাহাড়।
advertisement
বেলপাহাড়ির কাঁকড়াঝোড়ের ঢেউ খেলান ট্রেকিং রুট, ঢাঙ্গীকুসুমের হদহদী জলপ্রপাত, ঘাঘরা জলপ্রপাত, গাড়রিশিনী পাহাড়ে ট্রেকিং এবং কেতকি ঝর্নার মনোরম পরিবেশ ও খাঁদারানী লেক পর্যটকদের কাছে অতি পরিচিত। কিন্তু এ বার পর্যটকদের কাছে নতুন আকর্ষণের জায়গা হয়ে উঠেছে গণ্ডারের শিংয়ের আকৃতির পাথরের চাঁইয়ের পাহাড়। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
advertisement
দূর থেকে মনে হবে যেন সিং উচিয়ে রয়েছে গণ্ডার। সেখানকার শান্ত পরিবেশ পর্যটকদের মন ছুঁয়ে যায়। বেলপাহাড়ি ট্যুরিজম অ্যাসোসিয়েশনের মুখপাত্র বিধান দেবনাথ বলেন, 'পর্যটকদের নতুন আকর্ষণের জায়গা এখন খুনডুংরি। তার চারপাশের সবুজ শাল জঙ্গল রয়েছে। নিরিবিলি জায়গায় এই দৃশ্য অনেকে উপভোগ করতে আসছেন।' (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
advertisement