Durga Puja Special: চোখ থেকে ঠোঁট...পুজোর ক'দিন কেমন মেক-আপ? কীভাবে হয়ে উঠবেন 'টক অফ দ্য টাউন'? রইল সেরা টিপস
- Published by:Rukmini Mazumder
- Reported by:Trending Desk
Last Updated:
পুজোর ক'টা দিন আপনার 'লুক' হওয়া চাই নজরকাড়া! কীভাবে হয়ে উঠবেন 'টক অফ দ্য টাউন'? রইল হাতেগরম টিপস-
advertisement
ছিমছাম সাজে বলিউডি ছোঁয়া: এই ধরনের সাজের জন্য প্রথমে একটি ডিউয়ি বা গ্লোয়িং বেস করে নিতে হবে। তবে স্কিন যেন ন্যাচারাল দেখায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এর সঙ্গে মিলিয়ে পিচ অথবা ন্যুড ব্লেন্ডেড আই মেক-আপ করতে পারেন। এরপর সরু করে আইলাইনার, কাজল এবং মাস্কারা লাগিয়ে নিলেই চোখের মেক-আপ কমপ্লিট! সব শেষে ঠোঁটে গ্লস অথবা মভ ম্যাট লিপকালার লাগিয়ে নিলেই কেউ আর চোখ ফেরাতে পারবে না!
advertisement
স্লিক এবং স্টাইলিশ সাজ: প্রথমে বেশ উজ্জ্বল অথচ ফ্ল-লেস বেস করে নিন। এর পর চোখের উপরের দিকে ব্রাউনের সঙ্গে ন্যুড শেডের আইশ্যাডো ভাল করে ব্লেন্ড করে লাগান। সরু করে উইঙ্গড স্টাইলে আইলাইনার দিয়ে চোখ আঁকতে হবে। এবার ঘন করে চোখের পাতায় মাস্কারা দিলেই চোখের সাজ কমপ্লিট। এবার ব্যবহার করুন হাইলাইটার। এই ধরনের মেক-আপের সঙ্গে ব্রাউন অথবা ন্যুড লিপশেড পারফেক্ট।
advertisement
ঠোঁটে লাগুক লালের ছোঁয়া: চোখের মেক-আপ ভারী হতে হবে। হালকা প্রাইমার এবং উজ্জ্বল ফাউন্ডেশন দিয়ে মুখের বেস তৈরি করে নিন। এর সঙ্গে বেছে নিন উজ্জ্বল রঙের আইশ্যাডো। তারপর কাজল, আইলাইনার দিয়ে চোখ এঁকে চোখের পাতায় ঘন করে মাস্কারা লাগিয়ে নিন। চোখের তলার দিকেও মোটা করে কাজল দিলে দারুণ মানাবে। এর পর গালে অল্প করে ব্লাশ এবং হাইলাইটার টপ দিয়ে নিতে হবে। সব শেষে ঠোঁট রাঙিয়ে নিন লাল লিপস্টিকে।
advertisement
advertisement
স্মোকি আই-এর জাদু: স্মোকি আই মেক-আপ বরাবরই জনপ্রিয়তার তুঙ্গে। প্রাইমার, ফাউন্ডেশন এবং সেটিং পাউডার ব্যবহার করে একটা ছিমছাম বেস করে নিন। তার পর কোল এবং কালো আইশ্যাডো ব্যবহার করে চোখের মেক-আপ ভাল করে ব্লেন্ড করে নিন। এবার আইলাইনার দিয়ে উইঙ্গড আই আঁকতে হবে। নীচের দিকেও পরে নিন কাজল। ঘন করে মাস্কারা লাগাতে ভুলবেন না। চোখের মেক-আপে শেষ করতে মেটালিক ফিনিশ দিন। গালে ব্লাশ না লাগানোই ভাল। ঠোঁটে লাগিয়ে নিন ন্যুড শেডের লিপস্টিক।