Durga Puja Trip: ডুয়ার্স গেলে মিস করবেন না এই জায়গা! পৌঁছে গেলে শুধু শান্তি আর শান্তি, জানুন বেড়ানোর খুঁটিনাটি
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Durga Puja Trip: কাজের চাপে অশান্ত মন শান্তি খোঁজ করছে? পুজোর ছুটিতে ইট-কাঠ পাথরের ব্যস্ত, দমবন্ধকর জীবন থেকে ক'টা দিন মুক্তি পেতে ঘুরে আসতে পারেন এখান থেকে। পুজোয় ডুয়ার্স ঘোরার প্ল্যান থাকলে যেতে ভুলবেন না ডামডিমের এই বৌদ্ধ মন্দিরে।
advertisement
*উত্তরের হিমালয়ের কোলে অবস্থিত ডুয়ার্সের ডামডিম নামক স্থানে এক সুবিশাল জায়গা জুড়ে গড়ে ওঠা বোকার শেদ্রা ওবার চিমেইলিং ইনস্টিটিউট ফর হাইয়ার বুদ্ধিস্ট স্টাডিস রিসার্চের উপাসনা স্থলে বৌদ্ধ ধর্ম গুরুর তত্ত্বাবধানে প্রায় সাড়ে ৩০০ নতুন প্রজন্মের উপস্থিতিতে প্রতিদিন বিশ্ব শান্তির উদ্দেশ্যে করা বিশেষ প্রার্থনার সঙ্গে চলছে বৌদ্ধ দর্শন শিক্ষার পাঠ। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
*ডামডিম বৌদ্ধ দর্শন শিক্ষায়তন জ্ঞান বুদ্ধা প্রসঙ্গে সেন্টারের দায়িত্বপ্রাপ্ত বৌদ্ধ সন্ন্যাসী তেনজিং দাওয়া বলেন, এই বৌদ্ধ দর্শন শিক্ষায়তনে এই মুহূর্তে প্রায় সাড়ে ৩০০ ভবিষ্যতের বৌদ্ধ ধর্মের প্রচারক তথা বিশ্ব শান্তির দূত তাঁদের কঠোর অনুশীলনে ব্যস্ত রয়েছে। লক্ষ্য একটাই বিশ্ব শান্তির জন্য ভগবান বুদ্ধের আদর্শ, দর্শনকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া। সংগৃহীত ছবি।