Durga Puja 2025: জঙ্গিপুরের ৩৫০ বছরের ঘোষাল বাড়ির দুর্গাপুজো, দশমীতে দেওয়া হয় ইলিশ ভোগ  

Last Updated:
মহালয়ার দিন মন্দিরে দেবীকে স্থাপন করা হয়। সপ্তমীর দিন ঢাক, ঢোল, বাজিয়ে নবপত্রিকাকে পালকি করে আনা হয় ভাগীরথী নদীতে। বৈদিক মতে স্নান করিয়ে নিয়ে যাওয়া হয় মন্দিরে। সপ্তমী থেকে দশমী পর্যন্ত প্রতিদিন ফল, লুচি, মিষ্টি-সহ ভোগ নিবেদন করা হয় দেবীকে
1/6
মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: ৩৫০ বছর অতিক্রম করেছে জঙ্গিপুরের ঘোষাল বাড়ির দুর্গাপুজো। ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল
মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: ৩৫০ বছর অতিক্রম করেছে জঙ্গিপুরের ঘোষাল বাড়ির দুর্গাপুজো। ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল।
advertisement
2/6
আনুমানিক ৩৫০ বছর আগে দুর্গাপুজো শুরু হয় জঙ্গিপুরের ঘোষাল বাড়িতে। শুরুটা করেছিলেন গয়ামুনি বৈষ্ণবী। জঙ্গিপুরের বাবুবাজারের গয়ামুনি বৈষ্ণবীর দুর্গাপুজোই গোঁসাই বাড়ির পুজো বলে খ্যাত ছিল। পরে সেই পুজো 'ঘোষাল বাড়ির পুজো' বলে পরিচিতি লাভ করে। ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল।
আনুমানিক ৩৫০ বছর আগে দুর্গাপুজো শুরু হয় জঙ্গিপুরের ঘোষাল বাড়িতে। শুরুটা করেছিলেন গয়ামুনি বৈষ্ণবী। জঙ্গিপুরের বাবুবাজারের গয়ামুনি বৈষ্ণবীর দুর্গাপুজোই গোঁসাই বাড়ির পুজো বলে খ্যাত ছিল। পরে সেই পুজো 'ঘোষাল বাড়ির পুজো' বলে পরিচিতি লাভ করে। ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল
advertisement
3/6
পরিবারের সদস্যরা জানিয়েছেন, অন্যবারের মতোই প্রথা মেনে এ'বছরও রথের দিন দেবীর কাঠামোতে প্রলেপ দিয়ে মূর্তি গড়ার কাজ শুরু হয়েছে। মহালয়ার দিন মন্দিরে দেবীকে স্থাপন করা হয়। সপ্তমীর দিন ঢাক, ঢোল, বাজিয়ে নবপত্রিকাকে পালকি করে আনা হয় ভাগীরথী নদীতে। বৈদিক মতে স্নান করিয়ে নিয়ে যাওয়া হয় মন্দিরে। সপ্তমী থেকে দশমী পর্যন্ত প্রতিদিন ফল, লুচি, মিষ্টি-সহ ভোগ নিবেদন করা হয় দেবীকে। ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, অন্যবারের মতোই প্রথা মেনে এ'বছরও রথের দিন দেবীর কাঠামোতে প্রলেপ দিয়ে মূর্তি গড়ার কাজ শুরু হয়েছে। মহালয়ার দিন মন্দিরে দেবীকে স্থাপন করা হয়। সপ্তমীর দিন ঢাক, ঢোল, বাজিয়ে নবপত্রিকাকে পালকি করে আনা হয় ভাগীরথী নদীতে। বৈদিক মতে স্নান করিয়ে নিয়ে যাওয়া হয় মন্দিরে। সপ্তমী থেকে দশমী পর্যন্ত প্রতিদিন ফল, লুচি, মিষ্টি-সহ ভোগ নিবেদন করা হয় দেবীকে। ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল।
advertisement
4/6
সন্ধিপুজোয় তিন রকমের খিচুড়ি, পোলাও, পনির ও বক ফুলের বড়া ভোগ হিসাবে দেবীকে নিবেদন করা হয়। দশমীতে দেবীকে ইলিশ মাছের ভোগ নিবেদন করা হয়, যদিও তা মন্দিরে তোলা হয় না। পুজোর ক'টা দিন ঘোষাল বাড়ির দেবী দুর্গার চারধারে হরেক রকম প্রজাপতি উড়ে আসে। ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল।
সন্ধিপুজোয় তিন রকমের খিচুড়ি, পোলাও, পনির ও বক ফুলের বড়া ভোগ হিসাবে দেবীকে নিবেদন করা হয়। দশমীতে দেবীকে ইলিশ মাছের ভোগ নিবেদন করা হয়, যদিও তা মন্দিরে তোলা হয় না। পুজোর ক'টা দিন ঘোষাল বাড়ির দেবী দুর্গার চারধারে হরেক রকম প্রজাপতি উড়ে আসে। ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল।
advertisement
5/6
দশমীতে দেবীর বিসর্জনের পর প্রজাপতিদের আর দেখা মেলে না। পরিবারের সদস্যদের বিশ্বাস, পুজোর কটাদিন মা দুর্গা তাঁদের মন্দিরে থাকেন। ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল।
দশমীতে দেবীর বিসর্জনের পর প্রজাপতিদের আর দেখা মেলে না। পরিবারের সদস্যদের বিশ্বাস, পুজোর কটাদিন মা দুর্গা তাঁদের মন্দিরে থাকেন। ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল।
advertisement
6/6
 ঘোষাল বাড়ির দেবী দুর্গা আজও এক চালাতে বিরাজমান। দেবীর হাতে থাকে পিতলের অস্ত্র। বনকাপাশি ঢাকের সাজ। ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল।
ঘোষাল বাড়ির দেবী দুর্গা আজও এক চালাতে বিরাজমান। দেবীর হাতে থাকে পিতলের অস্ত্র। বনকাপাশি ঢাকের সাজ। ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল।
advertisement
advertisement
advertisement