Durga Puja Travel: গ্রামের প্রতি কোনা থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন! তিস্তার অভূতপূর্ব দৃশ্য, কালিম্পংয়ের এই গ্রামই পুজোয় বেড়ানোর সেরা ঠিকানা
- Reported by:ANIRBAN ROY
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Durga Puja Travel: যারা ভিড় পছন্দ করেন না তাদের জন্য এই জায়গাটি দারুন। আসলে পাহাড় বা অন্যান্য জায়গা থেকে পানবুর ভিউ একটু অন্যরকম। একদিকে যেমন ডুয়ার্সের সৌন্দর্য দেখা যায়, ঠিক অন্যদিকে মনমুগ্ধকর কাঞ্চনজঙ্ঘা।
advertisement
advertisement
*তবে যারা ভিড় পছন্দ করেন না তাদের জন্য এই জায়গাটি দারুন একটি জায়গা। আসলে পাহাড় বা অন্যান্য জায়গা থেকে পানবুর ভিউ একটু অন্যরকম। বলা চলে, এখানকার সৌন্দর্য যেন আরও বেশি। এমন সুন্দর ৩৬০ ডিগ্রি ভিউ সত্যি বিরল। কারণ এই জায়গার একদিকে যেমন ডুয়ার্সের সৌন্দর্য দেখা যায়। ঠিক অন্য দিকে মনমুগ্ধকর কাঞ্চনজঙ্ঘা। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
*শিলিগুড়ি থেকে রম্ভিবাজার হয়ে পানবুর দূরত্ব প্রায় ৭৩ কিমি। তবে কালীঝোরা হয়ে গেলে এই দূরত্ব খানিকটা কম হয়। এখানে শুধু পানবুডারাই নয়, খুব কাছেই রয়েছে ইয়াং মাকুম আর সামথার। এখান থেকে মঞ্জুশ্রী ধাম, চারখোল, সিঞ্জিদারা, ঝান্ডিদারা, ডেলো, দুরপিনের সৌন্দর্যও চাক্ষুষ করে আসতে পারেন। তাই ছুটির দিনে ঘুরে আসুন মন ভাল করা এই জায়গায়। সংগৃহীত ছবি।









