Durga Puja 2024: পুজোর ফ্যাশনে ট্যাটু সুপারহিট, কিন্তু কারা করালে বড় ক্ষতি হতে পারে জানেন? সতর্ক হোন
- Reported by:Bonoarilal Chowdhury
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
Durga Puja 2024: ট্যাটুর চাহিদা রয়েছে রীতিমতো তুঙ্গে। সকলেই চাইছেন ট্যাটু করে পুজোতে নিজেকে একটু অন্যরকম লুক দিতে।
advertisement
advertisement
দুর্গাপুজোর আগে বিভিন্ন ট্যাটু স্টুডিওতে যেরকম ভিড় থাকে, সেরকম পূর্ব বর্ধমানের ছবিও অনেকটা একই। জেলার বিভিন্ন স্টুডিওতে উপচে পড়ছে ভিড়। এই বিষয়ে কাটোয়া শহরের সুমিত ট্যাটু স্টুডিওর আর্টিস্ট জানিয়েছেন, "ট্যাটু করালে যেহেতু দেখতে ভাল লাগে, সে কারণে এবছর ট্যাটুর চাহিদা বেশি রয়েছে। তরুণ প্রজন্ম এখন ভালই পছন্দ করছে ট্যাটু। দুর্গাপুজোর আগে আমরাও চরম ব্যস্ত থাকি পরিশ্রম অনেকটাই করতে হয়।"
advertisement
দুর্গাপুজোর আগে ট্যাটুর চাহিদা রয়েছে রীতিমতো তুঙ্গে। সকলেই চাইছেন ট্যাটু করে পুজোতে নিজেকে একটু অন্যরকম লুক দিতে। আধুনিক ট্যাটু যেন এখন সকলেরই পছন্দের তালিকায় রয়েছে। তাই পুজোর আগে জেলার বিভিন্ন ট্যাটু স্টুডিওতে উপচে পড়ছে ভিড়। ভিন্ন ভিন্ন ধরনের ট্যাটু করাচ্ছেন অনেকেই। কেউ সখ পূরণের জন্য প্রথমবার, কেউবা নিজেকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য দ্বিতীয়বার ট্যাটু করাচ্ছেন।
advertisement
সব মিলিয়ে দুর্গাপুজোর আগে নতুন জামাকাপড়, জুতোর মতো ট্যাটুর চাহিদাও রয়েছে তুঙ্গে। এই প্রসঙ্গে ট্যাটু করাতে এসে কুশল দেবনাথ বলেন, "অনেকেই ট্যাটু করে, সেরকম আমারও একটা ট্যাটু করার ইচ্ছা ছিল। পুজোতে যাতে দেখতে ভাল লাগে, সে কারণেই পুজোর আগে ট্যাটু করছি। এই প্রথমবারের জন্য আমি ট্যাটু করতে এসেছি।"
advertisement
তবে ট্যাটু করানোর আগে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখতে হবে। শরীরে সুগার থাকলে ট্যাটু না করানোই ভাল। এছাড়াও মদ্যপান করে ট্যাটু করানো উচিত নয়। ট্যাটু করার পরে বেশ কিছুদিন জল লাগালে চলবে না। এবং ট্যাটুর যত্ন নেওয়ার জন্য আর্টিস্টের পরামর্শে আফটার কেয়ার কিনে লাগানোর প্রয়োজন রয়েছে। (রিপোর্টার-- বনোয়ারীলাল চৌধুরী)








