Puja Fashion 2023: দোরগোড়ায় পুজো! রোজ এই ছোট্ট নিয়ম মানলেই মিলবে উজ্জ্বল, সতেজ ত্বক

Last Updated:
Puja Fashion 2023: ভিটামিন সি শুধুমাত্র ত্বকের মানই উন্নত করে না, একইসঙ্গে ত্বকের যত্নের খুব ভাল উপাদানও বটে। এবার পুজোয় ত্বকে আলো আনতে কাজে আসবে এই উপাদানই।
1/7
রূপচর্যায় ভিটামিন সি-এর জুড়ি মেলা ভার। তবে অনেকেই ভাবেন ভিটামিন সি হয় তো তৈলাক্ত ত্বকের জন্য ভাল নয়। কিন্তু আসলে ভিটামিন সি সব ধরনের ত্বকেই খুব ভাল কাজ করে৷
রূপচর্যায় ভিটামিন সি-এর জুড়ি মেলা ভার। তবে অনেকেই ভাবেন ভিটামিন সি হয় তো তৈলাক্ত ত্বকের জন্য ভাল নয়। কিন্তু আসলে ভিটামিন সি সব ধরনের ত্বকেই খুব ভাল কাজ করে৷
advertisement
2/7
আমাদের ত্বকে সবসময় ভিটামিন সি-এর প্রয়োজন হয়। কারণ এটি ত্বককে পুষ্টি জোগায় এবং উজ্জ্বল করে তোলে। এছাড়া ভিটামিন সি-তে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বককে ফ্রি র‌্যাডিক্যালের ক্ষতির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।
আমাদের ত্বকে সবসময় ভিটামিন সি-এর প্রয়োজন হয়। কারণ এটি ত্বককে পুষ্টি জোগায় এবং উজ্জ্বল করে তোলে। এছাড়া ভিটামিন সি-তে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বককে ফ্রি র‌্যাডিক্যালের ক্ষতির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।
advertisement
3/7
শুধু পেটের জন্যই নয়, ত্বকের জন্যও গরম জল উপকারী। বলা হয়, ঘুমনোর আগে গরম জল খেলে ত্বক উজ্জ্বল হয় এবং ত্বক সংক্রান্ত অনেক অসুখও সারে।
শুধু পেটের জন্যই নয়, ত্বকের জন্যও গরম জল উপকারী। বলা হয়, ঘুমনোর আগে গরম জল খেলে ত্বক উজ্জ্বল হয় এবং ত্বক সংক্রান্ত অনেক অসুখও সারে।
advertisement
4/7
প্রতিদিন সকালে ভিটামিন সি ব্যবহার করলে ত্বকে জেল্লা আসবে এবং তাতে ত্বক সারাদিন সতেজ থাকবে৷ শুধু পুজোর সময়েই নয়, এতে যে কোনও আবহাওয়ায় ত্বক একই রকম সুন্দর থাকবে৷
প্রতিদিন সকালে ভিটামিন সি ব্যবহার করলে ত্বকে জেল্লা আসবে এবং তাতে ত্বক সারাদিন সতেজ থাকবে৷ শুধু পুজোর সময়েই নয়, এতে যে কোনও আবহাওয়ায় ত্বক একই রকম সুন্দর থাকবে৷
advertisement
5/7
 এছাড়া অন্যান্য উপাদান যেমন উইচ হ্যাজেল এবং লিকোরিস এক্সট্র্যাক্ট ত্বকে তারুণ্য এবং উজ্জ্বলতা আনতে সাহায্য করে, কোলাজেনের উৎপাদন বাড়ায়।
এছাড়া অন্যান্য উপাদান যেমন উইচ হ্যাজেল এবং লিকোরিস এক্সট্র্যাক্ট ত্বকে তারুণ্য এবং উজ্জ্বলতা আনতে সাহায্য করে, কোলাজেনের উৎপাদন বাড়ায়।
advertisement
6/7
ভিটামিন সি মুখের হাইপারপিগমেনটেশন কমায়। ব্রণ, ইউভি রশ্মি থেকে ত্বকের ক্ষতি রোধ তো হয়ই, আবার হরমোনের পরিবর্তনের কারণে হওয়া কালো দাগ হালকা হয়ে গিয়ে ত্বক উজ্জ্বল হয়৷
ভিটামিন সি মুখের হাইপারপিগমেনটেশন কমায়। ব্রণ, ইউভি রশ্মি থেকে ত্বকের ক্ষতি রোধ তো হয়ই, আবার হরমোনের পরিবর্তনের কারণে হওয়া কালো দাগ হালকা হয়ে গিয়ে ত্বক উজ্জ্বল হয়৷
advertisement
7/7
ত্বককে পুষ্ট এবং মসৃণ করে পুর্নজ্জীবিত করতে সাহায্য করে। বার্ধক্যজনিত লক্ষণ রোধ করে। বলিরেখা কমাতে সাহায্য করে এবং ত্বকে তারুণ্য নিয়ে আসে৷ (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
ত্বককে পুষ্ট এবং মসৃণ করে পুর্নজ্জীবিত করতে সাহায্য করে। বার্ধক্যজনিত লক্ষণ রোধ করে। বলিরেখা কমাতে সাহায্য করে এবং ত্বকে তারুণ্য নিয়ে আসে৷ (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
advertisement