Travel: কালিম্পংয়ের এই অচেনা গ্রামে যাননি নিশ্চিত, মাত্র ১২০০ টাকা খরচে ঘুরে আসুন, মোহিত হবেন

Last Updated:
Travel: হাতেগোনা খুব কম মানুষই আছেন যারা এই জায়গাটি সম্পর্কে অবগত। এই জায়গাটি কালিম্পংয়ের খুব কাছেই। আলগাড়া থেকে এই ডুকা ভ্যালির দূরত্ব ১১ কিমি। 
1/6
*কালিম্পং: বাংলার পর্যটনে এখনও সেভাবে উঠে আসেনি এই ছোট্ট পাহাড়ি গ্রাম। তবে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ডুকা ভ্যালি।
*কালিম্পং: বাংলার পর্যটনে এখনও সেভাবে উঠে আসেনি এই ছোট্ট পাহাড়ি গ্রাম। তবে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ডুকা ভ্যালি।
advertisement
2/6
*প্রকৃতির কোলে গড়ে উঠেছে ডুকা ভ্যালি। স্থানীয় একটি জলপ্রপাতের নামে জায়গাটির নাম। ডুকায় রয়েছে লেপচা জাতির ঐতিহাসিক নানা নিদর্শন। চারদিক থেকে নৈসর্গিক দৃশ্য যেন ঘিরে ধরেছে উপত্যকাটিকে।
*প্রকৃতির কোলে গড়ে উঠেছে ডুকা ভ্যালি। স্থানীয় একটি জলপ্রপাতের নামে জায়গাটির নাম। ডুকায় রয়েছে লেপচা জাতির ঐতিহাসিক নানা নিদর্শন। চারদিক থেকে নৈসর্গিক দৃশ্য যেন ঘিরে ধরেছে উপত্যকাটিকে।
advertisement
3/6
*এমন নির্জন, নিরিবিলি স্থানে গিয়ে দিন দুয়েক অনায়াসে কাটিয়েই আসতে পারেন। সবুজে ঘেরা চারদিক। দু-দিকে চোখ গেলেই চেখে পড়বে একেকটা পাহাড়ের রেঞ্জ। আর কত নাম না জানা গাছ।
*এমন নির্জন, নিরিবিলি স্থানে গিয়ে দিন দুয়েক অনায়াসে কাটিয়েই আসতে পারেন। সবুজে ঘেরা চারদিক। দু-দিকে চোখ গেলেই চেখে পড়বে একেকটা পাহাড়ের রেঞ্জ। আর কত নাম না জানা গাছ।
advertisement
4/6
*পাশাপাশি চোখে পড়বে ঝুম চাষের অপূর্ব সব দৃশ্য। পাহাড়ি পরিবেশে শোনা যাবে ঝিঁঝিঁপোকার ডাক। মনোরম সব দৃশ্য দেখতে ইতিমধ্যেই পর্যটকেরা এক-পা দু-পা ফেলতে শুরু করেছেন এই গ্রামে।
*পাশাপাশি চোখে পড়বে ঝুম চাষের অপূর্ব সব দৃশ্য। পাহাড়ি পরিবেশে শোনা যাবে ঝিঁঝিঁপোকার ডাক। মনোরম সব দৃশ্য দেখতে ইতিমধ্যেই পর্যটকেরা এক-পা দু-পা ফেলতে শুরু করেছেন এই গ্রামে।
advertisement
5/6
*শিলিগুড়ি থেকে ডুকা ভ্যালির দূরত্ব মাত্র ৪৮ কিমি।দিন দুয়েক থাকলে ডুকা ভ্যালি থেকেই ঘুরে আসতে পারেন লাভা, রিশপ, দাঁড়াগাঁও, কোলাখাম, রামধুরা, মারুনগাঁওয়ের মতো জায়গাগুলি।
*শিলিগুড়ি থেকে ডুকা ভ্যালির দূরত্ব মাত্র ৪৮ কিমি।দিন দুয়েক থাকলে ডুকা ভ্যালি থেকেই ঘুরে আসতে পারেন লাভা, রিশপ, দাঁড়াগাঁও, কোলাখাম, রামধুরা, মারুনগাঁওয়ের মতো জায়গাগুলি।
advertisement
6/6
*ডুকা ভ্যালিতে জনপ্রতি দিনে খরচ ১২০০-১৩০০ টাকা। কটেজে থাকলে খরচ ১৪০০ টাকা। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং সন্ধের স্ন্যাকস এই প্যাকেজের মধ্যেই থাকছে।
*ডুকা ভ্যালিতে জনপ্রতি দিনে খরচ ১২০০-১৩০০ টাকা। কটেজে থাকলে খরচ ১৪০০ টাকা। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং সন্ধের স্ন্যাকস এই প্যাকেজের মধ্যেই থাকছে।
advertisement
advertisement
advertisement