Dripping After Urination: প্রস্রাবের পরও যৌনাঙ্গ থেকে ফোঁটা ফোঁটা মূত্র পড়ে? কোন বড় রোগের লক্ষণ এটি? জানুন চিকিৎসকদের মত

Last Updated:
টার্মিনাল ড্রিপিং খুব একটা বিরল উপসর্গ নয়, কিন্তু কয়েকটি ক্ষেত্রে এটি বড় বিপদের সঙ্কেত হতে পারে।
1/4
বয়স ও স্বাস্থ্য নির্বিশেষে বহু পুরুষের ক্ষেত্রেই দেখা যায়, প্রস্রাব হয়ে যাওয়ার পরেও অনেক সময় যৌনাঙ্গ থেকে ফোঁটা ফোঁটা মুত্রপাত হচ্ছে। ডাক্তারি পরিভাষায় একে বলে টার্মিনাল ড্রিপিং।
বয়স ও স্বাস্থ্য নির্বিশেষে বহু পুরুষের ক্ষেত্রেই দেখা যায়, প্রস্রাব হয়ে যাওয়ার পরেও অনেক সময় যৌনাঙ্গ থেকে ফোঁটা ফোঁটা মুত্রপাত হচ্ছে। ডাক্তারি পরিভাষায় একে বলে টার্মিনাল ড্রিপিং।
advertisement
2/4
টার্মিনাল ড্রিপিং খুব একটা বিরল উপসর্গ নয়, কিন্তু কয়েকটি ক্ষেত্রে এটি বড় বিপদের সঙ্কেত হতে পারে। প্রস্রাবের পর অনিয়ন্ত্রিত ভাবে আবার কিছুটা প্রস্রাব বেরিয়ে আসা কিন্তু টার্মিনাল ড্রিপিং-এর তুলনায় আলাদা। একে বলে পোস্ট মিকচুরিশন ড্রিবলিং বা পিএমডি।
টার্মিনাল ড্রিপিং খুব একটা বিরল উপসর্গ নয়, কিন্তু কয়েকটি ক্ষেত্রে এটি বড় বিপদের সঙ্কেত হতে পারে। প্রস্রাবের পর অনিয়ন্ত্রিত ভাবে আবার কিছুটা প্রস্রাব বেরিয়ে আসা কিন্তু টার্মিনাল ড্রিপিং-এর তুলনায় আলাদা। একে বলে পোস্ট মিকচুরিশন ড্রিবলিং বা পিএমডি।
advertisement
3/4
মূত্রথলি থেকে শিশ্নমুখ পর্যন্ত যে নালি থাকে তাকে ইউরেথ্রা বলে। পোস্ট মিকচুরিশন ড্রিবলিং বা পিএমডি-তে  ইউরেথ্রার মধ্যে খানিকটা প্রস্রাব জমে থাকে যা প্রস্রাবের শেষে বিন্দু-বিন্দু করে পড়তে থাকে।
মূত্রথলি থেকে শিশ্নমুখ পর্যন্ত যে নালি থাকে তাকে ইউরেথ্রা বলে। পোস্ট মিকচুরিশন ড্রিবলিং বা পিএমডি-তে ইউরেথ্রার মধ্যে খানিকটা প্রস্রাব জমে থাকে যা প্রস্রাবের শেষে বিন্দু-বিন্দু করে পড়তে থাকে।
advertisement
4/4
সমীক্ষায় দেখা গিয়েছে, প্রায় ১৭.১ শতাংশ পুরুষ এই সমস্যায় আক্রান্ত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সমস্যা আরও বৃদ্ধি পায়। বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্যা কিছু কিছু ক্ষেত্রে প্রস্টেট ও স্নায়ুর সমস্যার ইঙ্গিতও হতে পারে। কাজেই এই উপসর্গ দেখা দিলে দেরী না করে চিকিৎসকের পরামর্শ নিন।
সমীক্ষায় দেখা গিয়েছে, প্রায় ১৭.১ শতাংশ পুরুষ এই সমস্যায় আক্রান্ত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সমস্যা আরও বৃদ্ধি পায়। বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্যা কিছু কিছু ক্ষেত্রে প্রস্টেট ও স্নায়ুর সমস্যার ইঙ্গিতও হতে পারে। কাজেই এই উপসর্গ দেখা দিলে দেরী না করে চিকিৎসকের পরামর্শ নিন।
advertisement
advertisement
advertisement