পুজোয় হয়েছে বেনিয়মে, করোনাকালে শরীরকে নিয়মে ফেরাতে চা খান এইভাবে হবে বাজিমাত
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
সস্তা ও সহজলভ্য ‘এই’ জিনিস দিয়ে তৈরি চায়ে ইমিউনিটি বুস্টিং হয় মোক্ষম৷
পুজোয় নিয়ম কিছুটা এলোমেলো হয়েছে৷ আট –নয়মাস ওয়ার্ক ফ্রম হোম, স্কুল ফ্রম হোমের চাপে হাঁফিয়ে ওঠা জীবনে এই পাঁচদিনে কেউ মুখে মাস্ক বেঁধে পুজো পরিক্রমা না করলেও পাড়া পরিক্রমা অতি অবশ্যই করে ফেলেছেন৷ করোনার ভয় কিন্তু এখনও যায়নি তার মধ্যে সামনেই আসছে শীত৷ এই সময় সকালে উঠে এই পানীয় খান তাহলে করোনার ভয় কিছুটা হলেও থাকবে দূরে৷ Photo-Representative
advertisement
advertisement
advertisement
যেভাবে বানাবেন হলুদ চা : প্রথমে একটি পাত্রে এক কাপের একটু বেশি পরিমাণ জল গরম করুন। এবার গরম জলের মধ্যে অল্প পরিমাণে (এক চিমটে) হলুদ মিশিয়ে ফুটিয়ে নিন।বা যেভাবে আদা ছোট ছোট টুকরো করে কেটে চা করার সময় দেন, সেরকমভাবে অল্প পরিমাণ কাঁচা হলুদ ছোট ছোট টুকরোতে কেটে ভালো করে থেঁতো করেও জলে দিতে পারেন৷ এরপর এটিকে ১০ মিনিট রেখে দিন। তারপর জল ছেঁকে নিন। এবার ছেঁকে নেওয়া জলে গোলমরিচ, লেবুর রস ও মধু মিশিয়ে নিন। ব্যস, হলুদ চা তৈরি। তবে এটাকে অনেকে চা না বলে হলুদ পানীয়ও বলে থাকে।আর এতে হালকা চা পাতাও ভিজিয়ে রাখলে একেবারেই হলুদ চা হয়ে যাবে৷Photo-Representative
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement