Healthy Lifestyle: ঘনিষ্ঠ অবস্থায় সঙ্গীর কানে ভুলেও বলবেন না 'এই' তিন শব্দ... তাসের ঘরের মতো ভেঙে যাবে সংসার
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Healthy Lifestyle: মনে রাখবেন, একটা সম্পর্ক তা প্রেম হোক বা দাম্পত্য়, টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু উভয়পক্ষের।
প্রেমের থেকে মধুর আর সুন্দর অনুভূতি কিছু হয় না। তারপর আবার ভ্যালেন্টাইন্স ডে আসন্ন। বছরের সবচেয়ে রোমান্টিক দিন বলে মনে করা হয় এই দিনটিকে। এই দিনে যুগলরা একে অপরের জন্য বিশেষ কিছু করার চেষ্টা করে। সম্পর্ক টিকিয়ে রাখতে বিশেষ পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁরা কিছু টিপস শেয়ার করেছে যা আপনার ভ্যালেন্টাইন সপ্তাহকে আরও আনন্দদায়ক করে তুলবে।
advertisement
সম্পর্কে সম্মানও যথেষ্ট জরুরি। দ্য স্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্পর্ক বিশেষজ্ঞরা সঙ্গীকে অন্তরঙ্গ মুহূর্তে তিনটি শব্দ বলতে বারণ করছেন। তা হল, ‘ইজ ইট মি।’ এটি শুধু রাতই নষ্ট করে না, সম্পর্কের মধ্যে ফাটলও তৈরি করতে পারে। এই ভুলটি কখনওই করা উচিত নয়, বিশেষ করে যদি আপনার সঙ্গী ইরেক্টাইল ডিসফাংশনে (ED) ভোগেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement