Dogs: কুকুর কেন জুতো 'চিবোয়' বলুন তো...? আসল 'কারণ' জানেন? চমকে যাবেন শুনলে, গ্যারান্টি

Last Updated:
Dogs: আপনি কি জানেন কুকুর এই কাজটি আসলে করে কেন? শুধু জুতো চিবোনোই নয়, আমরা এটাও দেখি যে কুকুর সাধারণত রাতে গাড়ি এবং বাইককে তাড়া করে। তার পিছনেই বা আছে কোন কারণ? চমকে যাবেন জানলে।
1/15
কুকুরকে আমরা প্রায়ই দেখি জুতো মুখে নিয়ে সেগুলি চিবোতে। আমরা অনেক সময়ই এই নিয়ে ভয়ঙ্কর বিরক্ত হয়ে পড়ি। এমনকি পোষা কুকুর এই ধরণের কাজ করলে আমরা তাদের বকাবকি করে থাকি।
কুকুরকে আমরা প্রায়ই দেখি জুতো মুখে নিয়ে সেগুলি চিবোতে। আমরা অনেক সময়ই এই নিয়ে ভয়ঙ্কর বিরক্ত হয়ে পড়ি। এমনকি পোষা কুকুর এই ধরণের কাজ করলে আমরা তাদের বকাবকি করে থাকি।
advertisement
2/15
কিন্তু আপনি কি জানেন কুকুর এই কাজটি আসলে করে কেন? শুধু জুতো চিবোনোই নয়, আমরা এটাও দেখি যে কুকুর সাধারণত রাতে গাড়ি এবং বাইককে তাড়া করে। তার পিছনেই বা আছে কোন কারণ? চমকে যাবেন জানলে।
কিন্তু আপনি কি জানেন কুকুর এই কাজটি আসলে করে কেন? শুধু জুতো চিবোনোই নয়, আমরা এটাও দেখি যে কুকুর সাধারণত রাতে গাড়ি এবং বাইককে তাড়া করে। তার পিছনেই বা আছে কোন কারণ? চমকে যাবেন জানলে।
advertisement
3/15
বস্তুত কুকুর হল প্রথম সেই প্রাণী যে মানুষের সঙ্গে বন্ধুত্ব করে। স্বভাবগত ভাবে বন্ধুত্বপূর্ণ এই পোষ্যরা যে কাজগুলি করে তার পিছনে বেশ কিছু আকর্ষণীয় কারণ থাকে যা জানলে চমকে উঠতে হয়।
বস্তুত কুকুর হল প্রথম সেই প্রাণী যে মানুষের সঙ্গে বন্ধুত্ব করে। স্বভাবগত ভাবে বন্ধুত্বপূর্ণ এই পোষ্যরা যে কাজগুলি করে তার পিছনে বেশ কিছু আকর্ষণীয় কারণ থাকে যা জানলে চমকে উঠতে হয়।
advertisement
4/15
তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে কুকুরের এই কাজের পিছনে রয়েছে বড় কারণ। যা নিঃসন্দেহে আপনাকেও অবাক করবে। কুকুরদের মানুষের চটি বা জুতো চিবনোর পিছনে একাধিক কারণ রয়েছে৷
তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে কুকুরের এই কাজের পিছনে রয়েছে বড় কারণ। যা নিঃসন্দেহে আপনাকেও অবাক করবে। কুকুরদের মানুষের চটি বা জুতো চিবনোর পিছনে একাধিক কারণ রয়েছে৷
advertisement
5/15
আসলে বলা হয়, কুকুররা যখন কোনও ব্যক্তির জুতা কামড়ায় এবং তার জামাকাপড় ছিঁড়ে ফেলে তার অর্থ হল সে সেই ব্যক্তিকে ভালোবাসে। তারা তাদের ঘ্রাণ পছন্দ করে এবং সেই কারণেই এই কাজ করে থাকে।
আসলে বলা হয়, কুকুররা যখন কোনও ব্যক্তির জুতা কামড়ায় এবং তার জামাকাপড় ছিঁড়ে ফেলে তার অর্থ হল সে সেই ব্যক্তিকে ভালোবাসে। তারা তাদের ঘ্রাণ পছন্দ করে এবং সেই কারণেই এই কাজ করে থাকে।
advertisement
6/15
তাই আপনার কুকুর যদি আপনার পোষ্য হয়, এবং তার যদি আপনার জুতো বা চটি চিবনোর অভ্যাস থাকে, তাহলে জানবেন, আপনার কুকুর আপনাকে বড়ই ভালবাসে৷ আসলে আপনার জুতোয় সে আপনার গায়ের গন্ধ পায়৷ তাই, আপনার অনুপস্থিতিতে সেটাকে আলতো কামড় দিয়ে আদর করার চেষ্টা করে৷
তাই আপনার কুকুর যদি আপনার পোষ্য হয়, এবং তার যদি আপনার জুতো বা চটি চিবনোর অভ্যাস থাকে, তাহলে জানবেন, আপনার কুকুর আপনাকে বড়ই ভালবাসে৷ আসলে আপনার জুতোয় সে আপনার গায়ের গন্ধ পায়৷ তাই, আপনার অনুপস্থিতিতে সেটাকে আলতো কামড় দিয়ে আদর করার চেষ্টা করে৷
advertisement
7/15
শুধু তাই নয়, বলা হয়, কুকুরই সেই প্রাণি যারা বিচ্ছেদ ব্যথায় ভোগে। এমনটাও বলা হয় যে তারা তাদের বিচ্ছেদ যন্ত্রনা থেকে মুক্তি পাওয়ার জন্যেও এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়।
শুধু তাই নয়, বলা হয়, কুকুরই সেই প্রাণি যারা বিচ্ছেদ ব্যথায় ভোগে। এমনটাও বলা হয় যে তারা তাদের বিচ্ছেদ যন্ত্রনা থেকে মুক্তি পাওয়ার জন্যেও এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়।
advertisement
8/15
মানুষের মতো কুকুরদের ক্ষেত্রেও অনেক সময় খুব কাজ করে ‘সেপারেশন অ্যাংজাইটি’৷ অর্থাৎ, প্রভু, বা প্রিয় মানুষ, থেকে দূরে থাকলে নিরাপত্তাহীনতা বা ইনসিকিওরিটি৷ এই অনুভূতিগুলো সম্পর্কে কুকুর মোটেই ওয়াকিবহাল হয় না৷
মানুষের মতো কুকুরদের ক্ষেত্রেও অনেক সময় খুব কাজ করে ‘সেপারেশন অ্যাংজাইটি’৷ অর্থাৎ, প্রভু, বা প্রিয় মানুষ, থেকে দূরে থাকলে নিরাপত্তাহীনতা বা ইনসিকিওরিটি৷ এই অনুভূতিগুলো সম্পর্কে কুকুর মোটেই ওয়াকিবহাল হয় না৷
advertisement
9/15
তাই অনেক সময় এগুলির ফলেই কুকুররা জুতো, বা যে কোনও আসবাব, বা কাপড় ক্রমাগত চিবনোর মতো কাজ করে থাকে৷ তবে সবসময় বিষয়টা মানসিকও নয়৷ অনেক সময়ই তীব্র খিদে থেকে জুতো চিবনোর মতো অভ্যাস তৈরি হয় কুকুরদের মধ্যে৷ পথকুকুরদের মধ্যে যা বেশি দেখা যায়৷ এছাড়া, কুকুরদের শরীরে কৃমি থাকলেও এরা চিবনোর অভ্যাসের দাসে পরিণত হয়৷
তাই অনেক সময় এগুলির ফলেই কুকুররা জুতো, বা যে কোনও আসবাব, বা কাপড় ক্রমাগত চিবনোর মতো কাজ করে থাকে৷ তবে সবসময় বিষয়টা মানসিকও নয়৷ অনেক সময়ই তীব্র খিদে থেকে জুতো চিবনোর মতো অভ্যাস তৈরি হয় কুকুরদের মধ্যে৷ পথকুকুরদের মধ্যে যা বেশি দেখা যায়৷ এছাড়া, কুকুরদের শরীরে কৃমি থাকলেও এরা চিবনোর অভ্যাসের দাসে পরিণত হয়৷
advertisement
10/15
কিন্তু সেটা সবসময় প্রযোজ্য নয়। অনেক সময় কুকুরের চরম ক্ষুধার কারণে জুতা চিবানোর অভ্যাস থাকে। কুকুরের পেটে কৃমি থাকলেও তারা এই অভ্যাসের প্রবণতা বলে কথিত আছে।
কিন্তু সেটা সবসময় প্রযোজ্য নয়। অনেক সময় কুকুরের চরম ক্ষুধার কারণে জুতা চিবানোর অভ্যাস থাকে। কুকুরের পেটে কৃমি থাকলেও তারা এই অভ্যাসের প্রবণতা বলে কথিত আছে।
advertisement
11/15
আবার নেহাতই খেলাচ্ছলে কুকুরছানারা এই ধরণের কার্যকলাপে লিপ্ত হয়ে থাকে। বিশেষ করে ছোট কুকুরের এমনটা করেই থাকে।
আবার নেহাতই খেলাচ্ছলে কুকুরছানারা এই ধরণের কার্যকলাপে লিপ্ত হয়ে থাকে। বিশেষ করে ছোট কুকুরের এমনটা করেই থাকে।
advertisement
12/15
ক্যানাইন নিউট্রিশন কনসালটেন্ট, ক্রিস্টাল গুডম্যান ও পশু স্বাস্থ্য ও সুস্থতার আইনজীবী তাঁর ব্যাখ্যায় বলেন, " প্রিয় প্রভুর প্রতি ভালোবাসা থেকে বা কুকুর যখন উদ্বিগ্ন হয় বা চাপ অনুভব করে তখন চিবানোর অভ্যাস গড়ে তোলে। তাদের এই আচরণ তাদের জন্য আত্ম-প্রশান্তির একটি উপায় হতে পারে। তবে খেলাধুলা বা মনোযোগ আকর্ষণের কারণে কুকুর হাঁটার সময় জুতো কামড়াতে পারে।
ক্যানাইন নিউট্রিশন কনসালটেন্ট, ক্রিস্টাল গুডম্যান ও পশু স্বাস্থ্য ও সুস্থতার আইনজীবী তাঁর ব্যাখ্যায় বলেন, " প্রিয় প্রভুর প্রতি ভালোবাসা থেকে বা কুকুর যখন উদ্বিগ্ন হয় বা চাপ অনুভব করে তখন চিবানোর অভ্যাস গড়ে তোলে। তাদের এই আচরণ তাদের জন্য আত্ম-প্রশান্তির একটি উপায় হতে পারে। তবে খেলাধুলা বা মনোযোগ আকর্ষণের কারণে কুকুর হাঁটার সময় জুতো কামড়াতে পারে।
advertisement
13/15
তবে, ক্রমাগত চিবিয়ে কুকুররা নিজেদের চোয়ালের শক্তিও পূর্ণ ক্ষমতায় রাখার চেষ্টা করে৷ কুকুরদের মধ্যে চিবনোর অভ্যাস মূলত সেই কারণেই তৈরি হয়৷ ছোট কুকুরদের মধ্যে যা দেখা যায় বেশি৷
তবে, ক্রমাগত চিবিয়ে কুকুররা নিজেদের চোয়ালের শক্তিও পূর্ণ ক্ষমতায় রাখার চেষ্টা করে৷ কুকুরদের মধ্যে চিবনোর অভ্যাস মূলত সেই কারণেই তৈরি হয়৷ ছোট কুকুরদের মধ্যে যা দেখা যায় বেশি৷
advertisement
14/15
কুকুরদের যত বয়স বাড়ে, তত অযথা চিবনোর অভ্যাস কমতে থাকে৷ তবে, বাচ্চা কুকুরা, শুধুমাত্র খেলার তাগিদেও জুতো বা চটি চিবোতে পারে৷
কুকুরদের যত বয়স বাড়ে, তত অযথা চিবনোর অভ্যাস কমতে থাকে৷ তবে, বাচ্চা কুকুরা, শুধুমাত্র খেলার তাগিদেও জুতো বা চটি চিবোতে পারে৷
advertisement
15/15
অস্বীকৃতি: আমাদের এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য। সামাজিক মাধ্যম ও নানা ওয়েবসাইটের পাওয়া তথ্য থেকে এই জ্ঞান নেওয়া হয়েছে। তবে এই সংক্রান্ত আরও তথ্যের জন্য এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের বা আপনার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিন।
অস্বীকৃতি: আমাদের এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য। সামাজিক মাধ্যম ও নানা ওয়েবসাইটের পাওয়া তথ্য থেকে এই জ্ঞান নেওয়া হয়েছে। তবে এই সংক্রান্ত আরও তথ্যের জন্য এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের বা আপনার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিন।
advertisement
advertisement
advertisement