ফ্রিজে প্লাস্টিকের ব্যাগে সবজি রাখছেন? জেনে নিন এতে কীভাবে ক্ষতি হচ্ছে স্বাস্থ্যের!
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
Is it good to keep vegetables in plastic bags in fridge: সবাই প্রতিদিনই সবজি কিনে এবং নানা রকম রান্না করে খায়। সবুজ সবজি খাওয়া স্বাস্থ্যবান ও পুষ্টিকর। সাধারণত মানুষ সবজি কিনে আনার পর প্লাস্টিকের ব্যাগ বা র্যাপে ভর করে সরাসরি ফ্রিজে রাখে।
আপনি কি জানেন, ফ্রিজে সবজি প্লাস্টিক ব্যাগে রাখা স্বাস্থ্যসম্মত নয়? এমন করলে স্বাস্থ্যকে কী ধরনের ক্ষতি হতে পারে, তা জেনে নিন।
অনেকেই বাজার থেকে সবজি আনার পর সেগুলো প্লাস্টিক ব্যাগ বা পলিথিনেই বেঁধে সরাসরি ফ্রিজে রেখে দেন। আপনিও কি এমনটা করেন? যদি করেন, তাহলে আপনি কিন্তু একটা বড় ভুল করছেন। অজান্তেই নিজের স্বাস্থ্যের ক্ষতির ব্যবস্থা করে ফেলছেন। সবজি ফ্রিজে রাখা ঠিক আছে, কিন্তু প্লাস্টিক ব্যাগে রাখা একেবারেই ঠিক নয়। বাজার থেকে আনার পর যদি একই প্লাস্টিকের ব্যাগে সবজি ফ্রিজে ঢুকিয়ে দেন, তাহলে এই অভ্যাস এখনই বদলান। কারণ এই অভ্যাসের ফলে আপনার স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement






