Banana with Milk: একসঙ্গে দুধ-কলা খেয়ে শরীরে কোনও রোগ পুষছেন না তো? সর্বনাশের আগে জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
অনেকেই আবার দুধ-মুড়ি-কলা, দুধ-চিঁড়ে-কলা অথবা দুধ-কলা-ওটস, স্মুথি, শেক তৈরি করে খেতে ভালোবাসেন (Banana with Milk)।
advertisement
advertisement
দুধ এবং কলা আলাদা ভাবে খুবই পুষ্টিকর দু'টি খাবার। কলায় রয়েছে প্রচুর পরিমাণে ক্যালশিয়াম, পটাশিয়াম। কলা অনেকটা কর্মশক্তি জোগায়। তাই কলা খেলে অনেকটা সময় পেট ভরা থাকে। বেশির ভাগ ফল সন্ধের আগে খেয়ে নেওয়া ভালো। না হলে অম্বলের সমস্যা হতে পারে। কিন্তু কলা অনেকেই রাতের খাবারের সঙ্গেও খেয়ে থাকেন। খুব একটা অ্যাসিডিটির সমস্যা হয় না।
advertisement
advertisement
কেউ কেউ দুধের সঙ্গে কলা মিশিয়ে শেক পান করার পরামর্শ দেন। আবার কেউ কেউ এর বিরুদ্ধে। কিছু স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ কলা ও দুধের একসঙ্গে খাওয়ার একেবারেই পক্ষপাতী নন। খেতে চাইলে, প্রথমে দুধ পান করে নেওয়া উচিত। তার ২০ মিনিট পর কলা খাওয়া যেতে পারে। তবে কলা আর দুধের মিল্কশেক খেলে তাতে ঘুমের উপরও প্রভাব পড়তে পারে।
advertisement