Reheated Food: ভুলেও বাসি খাবেন না ‘এইসব’ খাবার, বিষাক্ত হয়ে যায়! সাবধান করলেন পুষ্টিবিদ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
কিছু সবজি এবং খাবারকে কখনওই গরম করে খাওয়া উচিত নয়। সাবধান করছেন পুষ্টিবিদেরা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
২.ভাত মাছে ভাতে বাঙালি। প্রতিটি বাঙালি পরিবারে রোজকার খাবারের তালিকায় এই একটি পদ থাকেই। আবার ভাত বেশি হলে সেই ভাত রেখে ফের গরম করবার চলও খুবই চেনা। কিন্তু ভাতকেও ফের গরম করে খেতে বারণ করছেন পুষ্টিবিদরা। ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সির মতে ভাতকে গরম করে খেলে ফুড পয়জানিং বা বিষাক্ত খাবারের প্রভাব শরীরে দেখা দিতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
৭.কোল্ড প্রেসড অয়েল কোল্ড প্রেসড অয়েল যেমন অলিভ অয়েল, ক্যানোলা অয়েল এগুলি হল ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডের প্রধান উৎস৷ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড তাপমাত্রার প্রতি খুবই সংবেদনশীল৷ তাই সতর্ক থাকুন৷ (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)