Toilet Flash: টয়লেটে ফ্লাশ করার সময়ে এই সাংঘাতিক ভুলটি করছেন না তো? কেলেঙ্কারি হয়ে যাবে! ৯৯ শতাংশই জানে না

Last Updated:
আপনি যখন ফ্লাশ করেন, এটি শুধুমাত্র ময়লাকে ড্রেনের নীচে পাঠায় না, বাতাসে কণাও ছড়িয়ে দেয়। যা ব্যাকটেরিয়ায় ভরা।
1/10
ঘরে টয়লেট সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তাই সেটি নোংরা বেশি হয়।
ঘরে টয়লেট সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তাই সেটি নোংরা বেশি হয়।
advertisement
2/10
টয়লেট ফ্লাশ করা দৈনন্দিন জীবনের একটি অংশ। চিকিৎসক ড. জেন কডলের মতে, আমাদের মধ্যে অনেকেই হয়তো ফ্লাশের সময় এই ভুল করছেন। ড. কডল সঠিক ভাবে ফ্লাশ করার পরামর্শ দিয়েছেন।
টয়লেট ফ্লাশ করা দৈনন্দিন জীবনের একটি অংশ। চিকিৎসক ড. জেন কডলের মতে, আমাদের মধ্যে অনেকেই হয়তো ফ্লাশের সময় এই ভুল করছেন। ড. কডল সঠিক ভাবে ফ্লাশ করার পরামর্শ দিয়েছেন।
advertisement
3/10
টয়লেটের লিড (ঢাকনা) বন্ধ না করে ফ্লাশ না করা উচিত। এই পরামর্শের পিছনে একটি ভয়ঙ্কর কারণ রয়েছে বলে জানান চিকিৎসক।
টয়লেটের লিড (ঢাকনা) বন্ধ না করে ফ্লাশ না করা উচিত। এই পরামর্শের পিছনে একটি ভয়ঙ্কর কারণ রয়েছে বলে জানান চিকিৎসক।
advertisement
4/10
আপনি যখন ফ্লাশ করেন, এটি শুধুমাত্র ময়লাকে ড্রেনের নীচে পাঠায় না, বাতাসে কণাও ছড়িয়ে দেয়। যা ব্যাকটেরিয়ায় ভরা।
আপনি যখন ফ্লাশ করেন, এটি শুধুমাত্র ময়লাকে ড্রেনের নীচে পাঠায় না, বাতাসে কণাও ছড়িয়ে দেয়। যা ব্যাকটেরিয়ায় ভরা।
advertisement
5/10
চিকিৎসা বিশেষজ্ঞ দাবি করেছেন, কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়াররা আবিষ্কার করেছেন, টয়লেট ফ্লাশ করার সময়ে শক্তিশালী ঊর্ধ্বমুখী বায়ু তৈরি হয়।
চিকিৎসা বিশেষজ্ঞ দাবি করেছেন, কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়াররা আবিষ্কার করেছেন, টয়লেট ফ্লাশ করার সময়ে শক্তিশালী ঊর্ধ্বমুখী বায়ু তৈরি হয়।
advertisement
6/10
যা কমোডের উপরে পাঁচ ফুট পর্যন্ত কণা বহন করে। এই কণাগুলির মধ্যে জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া এবং অন্যান্য পদার্থ থাকতে পারে। তাই বাথরুমের পরিবেশ স্বাস্থ্যকর রাখার জন্য লিড বন্ধ করার কথা বলা হয়।
যা কমোডের উপরে পাঁচ ফুট পর্যন্ত কণা বহন করে। এই কণাগুলির মধ্যে জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া এবং অন্যান্য পদার্থ থাকতে পারে। তাই বাথরুমের পরিবেশ স্বাস্থ্যকর রাখার জন্য লিড বন্ধ করার কথা বলা হয়।
advertisement
7/10
তিনি বলেছেন, ‘‘সঠিক উপায়, আপনি যখন বাড়িতে নিজের বাথরুমে ফ্লাশ করছেন, তখনও টয়লেট লিড বন্ধ করা উচিত। কারণ একাধিক মানুষের সঙ্গে আপনি থাকেন।’’
তিনি বলেছেন, ‘‘সঠিক উপায়, আপনি যখন বাড়িতে নিজের বাথরুমে ফ্লাশ করছেন, তখনও টয়লেট লিড বন্ধ করা উচিত। কারণ একাধিক মানুষের সঙ্গে আপনি থাকেন।’’
advertisement
8/10
‘‘যদি একাও থাকেন, তাও নিজের বাড়িতে জীবাণুর বাসা কেউ চান না, তাহলে ফ্লাশ করুন লিড বন্ধ করে। পাবলিক টয়লেটে অনেক সময় লিড থাকে না, তখন কী করবেন? আমি এখানে বলি, ফ্লাশ করেই ছুটে বেরিয়ে যান।’’
‘‘যদি একাও থাকেন, তাও নিজের বাড়িতে জীবাণুর বাসা কেউ চান না, তাহলে ফ্লাশ করুন লিড বন্ধ করে। পাবলিক টয়লেটে অনেক সময় লিড থাকে না, তখন কী করবেন? আমি এখানে বলি, ফ্লাশ করেই ছুটে বেরিয়ে যান।’’
advertisement
9/10
সোশ্যাল মিডিয়ায় এই পরামর্শ দেখে অনেকেই আরও কিছু উপায় বাতলে দিয়েছেন বাথরুমের জীবাণু দূরে রাখার। স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলেছেন অনেকেই।
সোশ্যাল মিডিয়ায় এই পরামর্শ দেখে অনেকেই আরও কিছু উপায় বাতলে দিয়েছেন বাথরুমের জীবাণু দূরে রাখার। স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলেছেন অনেকেই।
advertisement
10/10
একজন বলেন, আপনি ফ্লাশ করার আগে টয়লেট সিট জুড়ে টয়লেট পেপার বিছিয়ে দিতে পারেন, তাতে খানিক উপকার মিলবে। কেউ বললেন, টয়লেট কমোড বা প্যানের কাছাকাছি টুথব্রাশও রাখা উচিত নয়।
একজন বলেন, আপনি ফ্লাশ করার আগে টয়লেট সিট জুড়ে টয়লেট পেপার বিছিয়ে দিতে পারেন, তাতে খানিক উপকার মিলবে। কেউ বললেন, টয়লেট কমোড বা প্যানের কাছাকাছি টুথব্রাশও রাখা উচিত নয়।
advertisement
advertisement
advertisement