Diwali 2024: সামনেই দীপাবলি, আলোর উৎসবে বাড়িকে মনের মতো সাজিয়ে তোলার কিছু দারুণ উপায়
- Published by:Sounak Chakraborty
- local18
Last Updated:
Diwali 2024 home decoration: দিওয়ালি মানেই আলোর উৎসব৷ এই সময় লোকজন অন্ধকার দূর করতে আলোয় মুড়িয়ে রাখে বাড়ি৷ প্রতি বছরই নতুন নতুন আলো আসে বাজারে৷ লোক তা কিনতে ঝাঁপিয়ে পড়ে৷
advertisement
advertisement
advertisement
দীপাবলিতে ঘর সাজানোর জন্য অনেকে ঝাড়বাতিও কেনেন৷ এখানে সেই আলোর ঝাড়বাতিও প্রস্তুত করা হয়। ফিরোজাবাদে পাওয়া এই ঝাড়বাতিগুলোর আকার বেশি বড় নয়৷ ছোট ছোট আকারে আলো দিয়ে সাজানো হয় এগুলি৷ রাতে এই আলো জ্বালালে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। এই ঝাড়বাতিগুলির দাম তিনশো টাকা থেকে শুরু৷ সবচেয়ে ভালো জিনসটির দাম প্রায় ২০০০ টাকা।
advertisement
advertisement
যদিও ফিরোজাবাদে সব ধরনের ঝাড়বাতি তৈরি করা হয়৷ এই দীপাবলিতে ঘর সাজাতে তৈরি করা হচ্ছে ছোট আকারের ঝাড়বাতিও। ছোট সাইজের সোনালি রঙের এই ঝাড়বাতি সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে। সাইজ ছোট বলে এগুলি বাড়ির যে কোনও জায়গাতেই লাগিয়ে দেওয়া যায়৷ এই ঝাড়বাতির সবচেয়ে কম দাম মাত্র ৫০০ টাকা৷ সবথেকে ভালো ঝাড়বাতি পাবেন ১০০০ টাকার মধ্যে৷
advertisement
