কান্নাকাটি শরীরের পক্ষে অত্যন্ত ভাল ৷ অন্তত সপ্তাহে একবার এমনই দাবি সমীক্ষায় ৷ কাঁদলে স্ট্রেস কমে অন্তত সমীক্ষা এমনই বলছে বারেবারে ৷ এমনই জানিয়েছে জাপানের একটি সংস্থা ৷ সেখানেই এক শিক্ষিকার পরিচয় টিয়ার্স টিচার ৷ হাইস্কুলের প্রাক্তন শিক্ষক Yoshida পুরো জাপানে নিয়মিত ওয়ার্কশপ চালান ৷ যেখানে তিনি কান্নাকাটির ইতিবাচক দিক সম্পর্কে অবগত ৷ (Photo - ShutterStock) ৷
কাঁদলে চোখ শুকিয়ে যাওয়ার মত কঠিন সমস্যার হাত থেকে রক্ষা পাওয়া যায় ৷ জীবাণু হাত থেকে রক্ষা পাওয়া যায় ৷ ইংল্যান্ডের মনবৈজ্ঞানিক অ্যান্ড বিঙ্গারহোয়াস তাঁর রিসার্চের সাহায্যে চোখের জলের উৎপন্ন হয় ৷ কাঁদতে কাঁদতে বুঝতে পারা গিয়েছে চোখের জল অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি তিন ধরনের ৷ চোখের জলে যে তরল পদার্থ থাকে সেটি জল ও নুন থেকে প্রস্তুত ৷
(Photo - ShutterStock) ৷
continuous চোখের জল, এই চোখের জল ৷ চোখের জলে অনেক ধরনের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় ৷ চোখের জল ৯৮ শতাংশ জল হয়ে থাকে ৷ (Photo - ShutterStock) ৷
আবেগপ্রবণ মানুষের মধ্যে স্থিরতা দেখতে পাওয়া গিয়েছে ৷ সমীক্ষার রিপোর্ট বারেবারে জানিয়েছেন ৷ শরীরের এমন কিছু হরমোন নিঃসৃত ৷ (Photo - ShutterStock) ৷