Diwali 2021: 'আঁধারে' যেন না ঢেকে যায় আলোর উৎসব! দীপাবলিতে আতসবাজি পোড়ানোর সময়ে মাথায় রাখুন এই ৬ টিপস!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Diwali 2021: আনন্দের উৎসব যেন কারও জীবনে দুঃখ নিয়ে না আসে সেই দিকে খেয়াল রাখতে হবে।
দীপাবলি (Diwali 2021) হল আলোর উৎসব; ভারতীয়রা এই উৎসবে বিভিন্ন ধরনের আলো এবং প্রদীপ ঘর দিয়ে সাজায়। সঙ্গে রাতের দিকে রঙবেরঙের বাজিও(Diwali Firecrackers) ফাটায়। আলোর উৎসবের এই দিনটি অন্ধকারে আলোর জয়কে বোঝাতে উদযাপিত হয়। তবে শুধু বাচ্চাদের মধ্যে নয়, দীপাবলিতে বাজি ফাটানো নিয়ে প্রাপ্তবয়স্কদের মধ্যেও যথেষ্ট উত্তেজনা থাকে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
৪. নিরাপদ জায়গায় বাজি রাখুন আমরা প্রায়ই আতসবাজি(Diwali Firecrackers) থেকে আগুন লাগার কথা শুনে থাকি। তাই কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে যাওয়ার জন্য আমাদের খোলা জায়গায় বাজি রাখা উচিত নয় কারণ উন্মুক্ত জায়গায় সহজেই আতসবাজি থেকে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। বাজি সব সময় একটি বন্ধ এবং নিরাপদ জায়গায় রাখতে হবে।
advertisement
advertisement