Dirtiest Part Of Human Body:কিলবিল করছে ২৪ হাজার রকমের জীবাণু, বলুন তো শরীরের সবথেকে নোংরা অংশ কোনটা? উত্তরটা শুনলে বিশ্বাস হবে না
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
শরীরের এই অংশ ব্যাকটেরিয়াদের আদর্শ প্রজননক্ষেত্র, বিশেষ করে যদি ওজন বেশি হয়, টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হন বা পিয়ার্সিং করা থাকে
advertisement
নির্ঘাৎ ভাবছেন, এরকম আবার হয় না কী? এত সাবান-শ্যাম্পু মেখে স্নান করেন, তাও কোন-ও অংশ নোংরা থেকে যায়, তাও আবার হয় কী করে? উত্তর হল, হয়! মানুষের দেহে এমন একটি স্থান রয়েছে, যেটি সবচেয়ে নোংরা, কারণ, সব অংশের যত্ন নিলেও, এই অংশটার কথা সবাই-ই ভুলে যান! এই অংশেই থাকে কোটি-কোটি ব্যাকটেরিয়া! সেটি কোন অংশ বলুন তো?
advertisement
advertisement
advertisement
advertisement
টরেন্টোর DLK Cosmetic Dermatology and Laser Clinic-এর ত্বকবিশেষজ্ঞর মতে, নাভি ব্যাকটেরিয়াদের আদর্শ প্রজননক্ষেত্র, বিশেষ করে যদি ওজন বেশি হয়, টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হন বা নাভিতে পিয়ার্সিং করা থাকে। শরীরের যে-কোন-ও অংশ যেখানে চামড়ার ভাজ পড়ে, ঘামে ভেজে, আদ্র থাকে সেখানে বেশি করে ব্যাকটেরিয়ার জন্ম হয়।
advertisement