Difference: অনেক শিক্ষিত লোকও নাকানি-চোবানি খাবে, আপনি কি জানেন বাথরুম-ওয়াশরুম-টয়লেটের মধ্যে পার্থকী কী? উত্তরে চমকাবেন!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Difference: এই তিনটি শব্দে শৌচালয় বোঝালেও, এগুলির প্রতিটির অর্থে কিছু পার্থক্য রয়েছে। অনেক শিক্ষিত মানুষই এই পার্থক্য জানেন না। আপনি জানেন?
দৈনন্দিন জীবনে বাথরুম, ওয়াশরুম এবং টয়লেট শব্দগুলি আমরা মাঝে মাঝেই ব্যবহার করি। বেশিরভাগ সময় এই শব্দগুলি আলাদা আলাদা ব্যবহার হয়।
advertisement
advertisement
এই তিনটি শব্দে শৌচালয় বোঝালেও, এগুলির প্রতিটির অর্থে কিছু পার্থক্য রয়েছে। অনেক শিক্ষিত মানুষই এই পার্থক্য জানেন না।
advertisement
advertisement
বাথরুম খুব পরিচিত শব্দ। যা সব বাড়িতেই থাকে। যেখানে স্নান করার বন্দোবস্ত থাকে এবং টয়লেট সিট থাকে। সব বাড়িতে টয়লেট সিট থাকলেও, অনেক বাড়িতে আলাদা ভাবেও থাকে।
advertisement
ওয়াশরুম হল সেই জায়গা, সেখানে টয়লেট সিট ও বেসিন থাকে। ওয়াশরুমে স্নান করার জায়গা বা জামাকাপড় বদলের জায়গা আলাদা ভাবে থাকে না।
advertisement