Dhanteras 2023: সোনা-রুপোর দাম বেশি! ধনতেরসে কিনুন ৩০ টাকার এই জিনিস! ধন-বর্ষা হবে জীবনে! জানুন বিশেষজ্ঞের মত
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
Dhanteras 2023: বাজারে খুব বেশি হলে ৩০ থেকে ৪০ টাকার মধ্যেই পেয়ে যাবেন এই জিনিস! সোনা-রুপোর থেকেও বেশি কাজের! ধনতেরসে সস্তায় সৌভাগ্য আসুক ঘরে!
লক্ষ্মী পুজো মিটে যেতেই অপেক্ষা শুরু হয়েছে আলোর উৎসব দীপাবলীর। আবার আনন্দ উৎসবে মেতে উঠতে মুখিয়ে রয়েছেন মানুষ। কিন্তু বিগত কয়েক বছর ধরে কালীপুজোর আগে আরও একটি উৎসব বিশেষ হয়ে উঠেছে বাঙালিদের কাছে। ধনতেরাস। অবাঙালিদের কাছে ধনতেরাস অনুষ্ঠান হলেও, বাঙালি সমাজে খুব বেশি চর্চা হত না এই উৎসব নিয়ে।
advertisement
বিগত কয়েক বছরে বাংলার উৎসব তালিকাতেও পাকাপোক্ত জায়গা করে নিয়েছে ধনতেরাস এই দিনটি। এই তিথিতে সোনা অথবা রুপো কেনা খুব শুভ বলে মনে করা হয়। মনে করা হয় এই দিন সোনা, রুপো কিনলে দেবী লক্ষ্মী এবং কুবেরের আশীর্বাদ পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্র মতেও এই দিনটি সত্যিই সোনা এবং রুপো কেনার জন্য বিশেষভাবে শুভ।
advertisement
advertisement
advertisement
advertisement
যদিও দামোদরবাবু সাবধান করে বলেছেন, এই দিনে ঝাঁটা কেনা শুভ হলেও, ঝাঁটা রাখার ক্ষেত্রে সাবধান হওয়া জরুরী। না হলে ফল বিপরীত হতে পারে। তিনি বলেছেন, ঘরের প্রধান দরজা সামনে কোনওভাবেই ঝাঁটা রাখা যাবে না। ঠাকুর ঘরের দিকে বা ঠাকুরঘরে রাখা যাবে না ঝাঁটা। তাছাড়াও ঈশান কোণের দিকে মুখ করে ঝাঁটা রাখলে ফল ভাল হয় না। কারণ এই দিকটি দেবতাদের দিক বলে মনে করা হয়। তাই ঝাঁটা কিনে দারিদ্রতা দূরে রাখতে চাইলে, ঝাঁটা রাখার ক্ষেত্রেও সাবধান হতে হবে। (Reported by: Nayan Ghosh)