Dental Care: ৫ মিনিটেই ‘মুক্তের’ মতো! জাস্ট ব‍্যবহার করতে হবে রান্নাঘরের ৩ উপাদান! দাঁত হবে ‘ঝকঝকে’ সাদা

Last Updated:
Dental Care: দাঁতের যত্নে খামতি কিংবা খাবারের কারণে দাঁত হলুদ হয়। তবে, এছাড়া আরও অনেক কারণ রয়েছে। এখন হলুদ দাঁতকে ফের মুক্তোর মতো সাদা করা প্রায় দুঃসাধ্য ব্যাপার।
1/4
‘হাসলে পরে মুক্তো ঝরে’। হাসির বেশিরভাগটাই যে সুন্দর দাঁতের কামাল তাতে কোনও সন্দেহ নেই। তবে, দাঁত যদি হলুদ হয়ে যায় তখন হাসিটাই বিড়ম্বনা।
‘হাসলে পরে মুক্তো ঝরে’। হাসির বেশিরভাগটাই যে সুন্দর দাঁতের কামাল তাতে কোনও সন্দেহ নেই। তবে, দাঁত যদি হলুদ হয়ে যায় তখন হাসিটাই বিড়ম্বনা।
advertisement
2/4
দাঁতের যত্নে খামতি কিংবা খাবারের কারণে দাঁত হলুদ হয়। তবে, এছাড়া আরও অনেক কারণ রয়েছে। এখন হলুদ দাঁতকে ফের মুক্তোর মতো সাদা করা প্রায় দুঃসাধ্য ব্যাপার।
দাঁতের যত্নে খামতি কিংবা খাবারের কারণে দাঁত হলুদ হয়। তবে, এছাড়া আরও অনেক কারণ রয়েছে। এখন হলুদ দাঁতকে ফের মুক্তোর মতো সাদা করা প্রায় দুঃসাধ্য ব্যাপার।
advertisement
3/4
মাউথওয়াশ কিংবা ব্রাশ দিয়ে এ কাজ সম্ভব নয়। দাঁতের হলদে ভাবকে সাদা করারও প্রাকৃতিক সমাধান আছে। রান্নাঘরেই রয়েছে সেই সব উপাদান। দেখে নেওয়া যাক সেগুলো।
মাউথওয়াশ কিংবা ব্রাশ দিয়ে এ কাজ সম্ভব নয়। দাঁতের হলদে ভাবকে সাদা করারও প্রাকৃতিক সমাধান আছে। রান্নাঘরেই রয়েছে সেই সব উপাদান। দেখে নেওয়া যাক সেগুলো।
advertisement
4/4
দাঁত উজ্জ্বল করার জন্যও বেকিং সোডার ব্যবহার খুবই কার্যকর। এর জন্য একটি পাত্রে এক চামচ বেকিং সোডা নিয়ে তাতে কিছু লেবুর রস মিশিয়ে তা দিয়ে ভাল করে দাঁত মাজতে হবে। এক সপ্তাহের মধ‍্যে চোখে পড়ার মত বদল দেখা যাবে।
দাঁত উজ্জ্বল করার জন্যও বেকিং সোডার ব্যবহার খুবই কার্যকর। এর জন্য একটি পাত্রে এক চামচ বেকিং সোডা নিয়ে তাতে কিছু লেবুর রস মিশিয়ে তা দিয়ে ভাল করে দাঁত মাজতে হবে। এক সপ্তাহের মধ‍্যে চোখে পড়ার মত বদল দেখা যাবে।
advertisement
advertisement
advertisement