Defeat Cancer: পুরুষরা সাবধান, দ্রুত হারে বাড়ছে অণ্ডকোষের ক্যানসার, কোন ৫ উপসর্গ একেবারেই অবহেলা নয়? জানাচ্ছে গবেষণা

Last Updated:
যে কোনও ক্যানসারই একেবারে প্রথম পর্যায় থেকে শনাক্ত করা প্রয়োজন। মহিলাদের মধ্যে যেমন বিশেষভাবে দেখা দেয় স্তন ক্যানসার বা সার্ভিক্যাল ক্যানসার, তেমনি পুরুষদের ক্ষেত্রে দেখা দেয় টেস্টিকুলার ক্যানসার।
1/7
যে কোনও ক্যানসারই একেবারে প্রথম পর্যায় থেকে শনাক্ত করা প্রয়োজন। মহিলাদের মধ্যে যেমন বিশেষভাবে দেখা দেয় স্তন ক্যানসার বা সার্ভিক্যাল ক্যানসার, তেমনি পুরুষদের ক্ষেত্রে দেখা দেয় টেস্টিকুলার ক্যানসার। সবথেকে ভয়ের বিষয় হল, ১৫ থেকে ৩৫ বছর বয়সী পুরুষদের মধ্যে টেস্টিকুলার ক্যানসার বাড়ছে!
যে কোনও ক্যানসারই একেবারে প্রথম পর্যায় থেকে শনাক্ত করা প্রয়োজন। মহিলাদের মধ্যে যেমন বিশেষভাবে দেখা দেয় স্তন ক্যানসার বা সার্ভিক্যাল ক্যানসার, তেমনি পুরুষদের ক্ষেত্রে দেখা দেয় টেস্টিকুলার ক্যানসার। সবথেকে ভয়ের বিষয় হল, ১৫ থেকে ৩৫ বছর বয়সী পুরুষদের মধ্যে টেস্টিকুলার ক্যানসার বাড়ছে!
advertisement
2/7
টেস্টিকুলার ক্যানসার অণ্ডকোষকে প্রভাবিত করে। অণ্ডকোষ শুক্রাণুর পাশাপাশি টেস্টোস্টেরন উৎপাদন করে। যে কোনও ক্যানসারের মতো টেস্টিকুলার ক্যানসার-ও প্রাথমিকভাবে শনাক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন ৫ উপসর্গ অবহেলা করবেন না?
টেস্টিকুলার ক্যানসার অণ্ডকোষকে প্রভাবিত করে। অণ্ডকোষ শুক্রাণুর পাশাপাশি টেস্টোস্টেরন উৎপাদন করে। যে কোনও ক্যানসারের মতো টেস্টিকুলার ক্যানসার-ও প্রাথমিকভাবে শনাক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন ৫ উপসর্গ অবহেলা করবেন না?
advertisement
3/7
অণ্ডকোষে পিণ্ড বা ফোলাভাব-- অণ্ডকোষের ক্যানসারের সবচেয়ে সাধারণ প্রাথমিক লক্ষণ হল অণ্ডকোষে পিণ্ড বা ফোলা। এই পিণ্ড বা ফোলা বেশিরভাগ ক্ষেত্রেই ব্যথাহীন থাকে, কেউ কেউ সামান্য ব্যথা বা অস্বস্তি অনুভব করতে পারেন।
Image Generated By AI
[caption id="" align="alignnone" width="1200"] অণ্ডকোষে পিণ্ড বা ফোলাভাব-- অণ্ডকোষের ক্যানসারের সবচেয়ে সাধারণ প্রাথমিক লক্ষণ হল অণ্ডকোষে পিণ্ড বা ফোলা। এই পিণ্ড বা ফোলা বেশিরভাগ ক্ষেত্রেই ব্যথাহীন থাকে, কেউ কেউ সামান্য ব্যথা বা অস্বস্তি অনুভব করতে পারেন। Image Generated By AI
[/caption]
advertisement
4/7
তরল জমা-- 

তরল জমার কারণে অণ্ডকোষ ফুলে যেতে পারে বা ভারী মনে হতে পারে। যদিও তা অন্যান্য স্বাস্থ্য সমস্যার ফলেও হতে পারে, তবুও অণ্ডকোষে ক্যানসারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

Image Generated By AI
তরল জমা-- তরল জমার কারণে অণ্ডকোষ ফুলে যেতে পারে বা ভারী মনে হতে পারে। যদিও তা অন্যান্য স্বাস্থ্য সমস্যার ফলেও হতে পারে, তবুও অণ্ডকোষে ক্যানসারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। Image Generated By AI
advertisement
5/7
অণ্ডকোষে ব্যথা-- যদিও অণ্ডকোষের পিণ্ডগুলি বেশিরভাগ ক্ষেত্রেই ব্যথাহীন, কেউ কেউ অণ্ডকোষে ব্যথা বা অস্বস্তি অনুভব করতে পারেন। কেউ কেউ মৃদু ব্যথা অনুভব করতে পারেন, আবার কেউ কেউ তলপেট বা কুঁচকিতে তীব্র ব্যথা অনুভব করতে পারেন। কারও যদি কুঁচকিতে লাগাতার ব্যথা হয়,তবে অবশ্যই চিকিৎসকের দ্বারস্থ হন।
Image Generated By AI
[caption id="" align="alignnone" width="1200"] অণ্ডকোষে ব্যথা--  যদিও অণ্ডকোষের পিণ্ডগুলি বেশিরভাগ ক্ষেত্রেই ব্যথাহীন, কেউ কেউ অণ্ডকোষে ব্যথা বা অস্বস্তি অনুভব করতে পারেন। কেউ কেউ মৃদু ব্যথা অনুভব করতে পারেন, আবার কেউ কেউ তলপেট বা কুঁচকিতে তীব্র ব্যথা অনুভব করতে পারেন। কারও যদি কুঁচকিতে লাগাতার ব্যথা হয়,তবে অবশ্যই চিকিৎসকের দ্বারস্থ হন। Image Generated By AI
[/caption]
advertisement
6/7
অণ্ডকোষ ভারীভাব-- 

অণ্ডকোষে ভারীভাব ক্যানসারের লক্ষণ হতে পারে। প্রাথমিক পর্যায়ে অণ্ডকোষের ক্যানসারে আক্রান্ত অনেক পুরুষ অণ্ডকোষে ভারীভাবের কথা জানান। এটি আঘাত বা সংক্রমণের মতো অন্যান্য সাধারণ সমস্যা বলেও ভুল হতে পারে। কেউ কেউ অণ্ডকোষ শক্ত বলেও মনে করতে পারেন।
Image Generated By AI
[caption id="" align="alignnone" width="1200"] অণ্ডকোষ ভারীভাব-- অণ্ডকোষে ভারীভাব ক্যানসারের লক্ষণ হতে পারে। প্রাথমিক পর্যায়ে অণ্ডকোষের ক্যানসারে আক্রান্ত অনেক পুরুষ অণ্ডকোষে ভারীভাবের কথা জানান। এটি আঘাত বা সংক্রমণের মতো অন্যান্য সাধারণ সমস্যা বলেও ভুল হতে পারে। কেউ কেউ অণ্ডকোষ শক্ত বলেও মনে করতে পারেন। Image Generated By AI
[/caption]
advertisement
7/7
অণ্ডকোষের যে কোনও পরিবর্তন-- যদি কেউ অণ্ডকোষে কোনও পরিবর্তন লক্ষ্য করেন, যেমন পিণ্ড, ফোলাভাব তাহলে অবশ্যই  পরীক্ষা করান। যদি কেউ স্বাভাবিকের তুলনায় অণ্ডকোষের আকার, আকৃতি বা অনুভূতিতে কিছু পরিবর্তন লক্ষ্য করেন, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন।
Image Generated By AI
[caption id="" align="alignnone" width="1200"] অণ্ডকোষের যে কোনও পরিবর্তন -- যদি কেউ অণ্ডকোষে কোনও পরিবর্তন লক্ষ্য করেন, যেমন পিণ্ড, ফোলাভাব তাহলে অবশ্যই পরীক্ষা করান। যদি কেউ স্বাভাবিকের তুলনায় অণ্ডকোষের আকার, আকৃতি বা অনুভূতিতে কিছু পরিবর্তন লক্ষ্য করেন, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। Image Generated By AI
[/caption]
advertisement
advertisement
advertisement