গাছের টবে বা বাগানে শুকনো পাতা দেখলেই ফেলে দেবেন না, বরং জানুন এর উপকারিতা

Last Updated:
Benefits of dead leaves: ঝরাপাতা পড়ে থাকতেই দেখলেই তাদের ঝাঁট দিয়ে বাইরে ফেলে দেবেন না
1/6
হেমন্ত এবং তার পর শীত মানেই পাতা ঝরার মরশুম৷ বাগানে, উঠোনে এমনকি বারান্দার ছোট্ট বাগানোর টবেও জমে থাকে শুকনো পাতা৷ দেখলেই আমরা পরিষ্কার করতে উদ্যত হই৷ কিন্তু সত্যি কি শুকনো পাতা মানেই ঝাঁট দিয়ে বিদেয় করতে হবে? দেখে নিন ঝরা পাতার গুণাগুণও৷
হেমন্ত এবং তার পর শীত মানেই পাতা ঝরার মরশুম৷ বাগানে, উঠোনে এমনকি বারান্দার ছোট্ট বাগানোর টবেও জমে থাকে শুকনো পাতা৷ দেখলেই আমরা পরিষ্কার করতে উদ্যত হই৷ কিন্তু সত্যি কি শুকনো পাতা মানেই ঝাঁট দিয়ে বিদেয় করতে হবে? দেখে নিন ঝরা পাতার গুণাগুণও৷
advertisement
2/6
পটাশিয়াম, ফসফরাস, নাইট্রোজেনে ভরা শুকনো পাতা কিন্তু আপনার উঠোনের বাগানের জন্য স্বাস্থ্যকর৷ বরং এই শুকনো পাতায় থাকা উপকরণ ডিকম্পোজিংয়ে সাহায্য করে মাটির পুষ্টিগুণ বাড়ায়৷ মৃত্তিকার উপকারিতা ও উর্বরতাও বৃদ্ধি করে শুকনো পাতা৷
পটাশিয়াম, ফসফরাস, নাইট্রোজেনে ভরা শুকনো পাতা কিন্তু আপনার উঠোনের বাগানের জন্য স্বাস্থ্যকর৷ বরং এই শুকনো পাতায় থাকা উপকরণ ডিকম্পোজিংয়ে সাহায্য করে মাটির পুষ্টিগুণ বাড়ায়৷ মৃত্তিকার উপকারিতা ও উর্বরতাও বৃদ্ধি করে শুকনো পাতা৷
advertisement
3/6
তবে বাগানে শুকনো পাতার পুরু স্তর জমতে দেবেন না৷ তাতে কিন্তু মাটিতে সূর্যের আলো পৌঁছবে না৷ ফলে ক্ষতি হবে বাগানেরও৷ তাই অল্পস্বল্প পাতা জমতে দিতে পারেন৷ যেগুলি মাটিতে মিশে বৃদ্ধি করবে এর উর্বরতা৷
তবে বাগানে শুকনো পাতার পুরু স্তর জমতে দেবেন না৷ তাতে কিন্তু মাটিতে সূর্যের আলো পৌঁছবে না৷ ফলে ক্ষতি হবে বাগানেরও৷ তাই অল্পস্বল্প পাতা জমতে দিতে পারেন৷ যেগুলি মাটিতে মিশে বৃদ্ধি করবে এর উর্বরতা৷
advertisement
4/6
আপনার টব বা বাড়ির বাগানেও কিন্তু বাস্তুতন্ত্র চলে৷ আপনি তাতে বিঘ্ন ঘটতে দেবেন না৷ শুকনো পাতা জমলে কিন্তু বাস্তুতন্ত্রের পক্ষে ভাল৷ কীটপতঙ্গ, মাকড়সা, উভচর ব্যাঙ কিন্তু উপকৃত হবে শুকনো পাতার উপস্থিতিতে৷
আপনার টব বা বাড়ির বাগানেও কিন্তু বাস্তুতন্ত্র চলে৷ আপনি তাতে বিঘ্ন ঘটতে দেবেন না৷ শুকনো পাতা জমলে কিন্তু বাস্তুতন্ত্রের পক্ষে ভাল৷ কীটপতঙ্গ, মাকড়সা, উভচর ব্যাঙ কিন্তু উপকৃত হবে শুকনো পাতার উপস্থিতিতে৷
advertisement
5/6
শুকনো পাতা কিন্তু জমি ভরাট বা ল্যান্ড ফিল হিসেবেও কার্যকর৷ তাই শুকনো পাতা কিছুটা থাকুক৷ ক্ষতির বদলে আপনার উপকারই হবে৷
শুকনো পাতা কিন্তু জমি ভরাট বা ল্যান্ড ফিল হিসেবেও কার্যকর৷ তাই শুকনো পাতা কিছুটা থাকুক৷ ক্ষতির বদলে আপনার উপকারই হবে৷
advertisement
6/6
তাই মাঝে মাঝে ঝরাপাতার দলেও থাকুন৷ পড়ে থাকতেই দেখলেই তাদের ঝাঁট দিয়ে বাইরে ফেলে দেবেন না৷                   Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
তাই মাঝে মাঝে ঝরাপাতার দলেও থাকুন৷ পড়ে থাকতেই দেখলেই তাদের ঝাঁট দিয়ে বাইরে ফেলে দেবেন না৷ Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
advertisement
advertisement
advertisement