Dark Neck Home Remedies: ঘাড়ের কালো ছোপ মুখের আগেই নজর কেড়ে নেয়? 'এই' ঘরোয়া টোটকায় পান ঝকঝকে, চকচকে ত্বক!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Dark Neck Home Remedies: গাঢ় ঘাড়ের কারণে অনেক সময় ডিপ নেকের পছন্দের পোশাক পরতে পারেন না অনেকেই। বিভিন্ন বিউটি প্রোডাক্ট ব্যবহার করার পরেও এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হচ্ছে না? কিছু সহজ ঘরোয়া প্রতিকারের সাহায্যে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন এর থেকে। রইল তারই হদিস।
advertisement
advertisement
ঘাড় কালো হওয়ার কারণ ঘাড়ের এই কালো দাগ হাইপার পিগমেন্টেশনের কারণে ঘটে। মেলানিন নামক একটি হরমোন ত্বকের রঙের গাঢ়ত্বের জন্য দায়ী। বেশি পরিমাণে মেলানিনের কারণে ত্বকের রং কালো হয়। তাছাড়া সূর্যের ক্ষতিকর রশ্মির কারণে ঘাড়ও কালো হয়ে যায়, যার কারণে নোংরা দেখায়। এছাড়া শরীরে আয়রনের পরিমাণ বেশি থাকায় ত্বকের রং কালচে হয়।
advertisement
advertisement
কী ভাবে তৈরি করবেন? কিছুটা দই বা দুধে আধা চা চামচ হলুদ মিশিয়ে একটি ঘন দ্রবণ তৈরি করুন, দুই-তিন ফোঁটা লেবুর রস মিশিয়ে পেস্টটি ভালোভাবে মিশিয়ে নিন। এই পেস্টটি পুরো ঘাড়ে ভালো করে লাগান। আধা ঘণ্টা পর ঠান্ডা জল দিয়ে ঘাড় ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার এই পেস্টটি ব্যবহার করলে কয়েক দিনের মধ্যে ঘাড় মুখের মতো হয়ে যেতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
কী ভাবে তৈরি করে? টমেটোকে ওট-ময়দা এবং দুধের সঙ্গে মিশিয়ে ঘাড়ের জন্য ক্লিনজার তৈরি করা হয়। এর জন্য টমেটোর রসে দুই-তিন চামচ ওট ময়দা মিশিয়ে তাতে সামান্য দুধ মিশিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিন। এই পেস্টটি ঘাড়ে লাগান, শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। টমেটো ওটমিলের পেস্ট সপ্তাহে তিনবার ব্যবহার করা যেতে পারে।
advertisement