অর্ধেক পাতিলেবুর রস মেশান কয়েক চামচ নারকেল তেলের সঙ্গে৷ এই মিশ্রণ ভাল করে ১০ মিনিট বা তার বেশি সময় ধরে মালিস করুন থাইয়ের কালো অংশে৷ স্নানের আগে এই রূপটান পালন করুন কয়েক সপ্তাহ৷ ভিটামিন সি হাইপারপিগমেন্টেশন দূর করে৷ নারকেল তেল ত্বককে নরম ও পেলব রাখে৷