Darjeeling News: মোমো, থুকপা বাদ দিন! পাহাড়ে গিয়ে 'এই' খাবার না খেলেই বড় মিস! পুরো ‘অমৃত’

Last Updated:
দার্জিলিং যাওয়ার পথে রোহিণী চা বাগানের কাছে মনমুগ্ধ করা এই জায়গা। এখানে রয়েছে সারি সারি রেস্তোরাঁ দূর থেকে দেখলে মনে হবে এক ছোট্ট গ্রাম, একটু ভেতরে গেলেই দেখা মিলবে খোলা আকাশের নিচে ছোট্ট ছোট্ট বসার জায়গা মিলবে রকমারি খাওয়ার!
1/6
ছুটির দিন হলেই মন চায় পাহাড় আর পাহাড়। এই পাহাড়ের টানে প্রত্যেক বছর দূর-দূরান্ত থেকে উত্তরবঙ্গে ছুটে আসে প্রচুর পর্যটক। গরমের ছুটি হোক বা পুজোর ছুটি পর্যটকদের ভিড়ে জমজমাট থাকে পাহাড়। পাহাড়ে ঘুরতে আসা প্রচুর পর্যটক ঘুরতে এসেই বিভিন্ন লোকাল নেপালি জনজাতির হাতের তৈরি খাওয়ার টেস্ট করে থাকে।
ছুটির দিন হলেই মন চায় পাহাড় আর পাহাড়। এই পাহাড়ের টানে প্রত্যেক বছর দূর-দূরান্ত থেকে উত্তরবঙ্গে ছুটে আসে প্রচুর পর্যটক। গরমের ছুটি হোক বা পুজোর ছুটি পর্যটকদের ভিড়ে জমজমাট থাকে পাহাড়। পাহাড়ে ঘুরতে আসা প্রচুর পর্যটক ঘুরতে এসেই বিভিন্ন লোকাল নেপালি জনজাতির হাতের তৈরি খাওয়ার টেস্ট করে থাকে।
advertisement
2/6
বাঙালি মানেই তো ভোজন রসিক সেই অর্থে ঘুরতে এসে খাওয়া-দাওয়া হবে না তা তো হয় না। সেই অর্থেই পাহাড়ে ঘুরতে আসো পর্যটকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে নেপালি জনজাতির একটি জনপ্রিয় খাওয়ার "তামা" পাহাড়ে ঘুরতে এসে এই খাবার না খেলেই মিস!
বাঙালি মানেই তো ভোজন রসিক সেই অর্থে ঘুরতে এসে খাওয়া-দাওয়া হবে না তা তো হয় না। সেই অর্থেই পাহাড়ে ঘুরতে আসো পর্যটকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে নেপালি জনজাতির একটি জনপ্রিয় খাওয়ার "তামা" পাহাড়ে ঘুরতে এসে এই খাবার না খেলেই মিস!
advertisement
3/6
নেপালি জনজাতির হাতের তৈরি এই খাওয়ার "তামা" আমরা যাকে বাংলায় বলে থাকি বাঁশ । এটা শুনে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে বাঁশ আবার খাওয়া যায় নাকি? তাহলে বলি নেপালি জনজাতির এই বিখ্যাত রেসিপি তৈরি হয় বাঁশ গাছের একদম গোড়ার অংশ দিয়ে।
নেপালি জনজাতির হাতের তৈরি এই খাওয়ার "তামা" আমরা যাকে বাংলায় বলে থাকি বাঁশ । এটা শুনে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে বাঁশ আবার খাওয়া যায় নাকি? তাহলে বলি নেপালি জনজাতির এই বিখ্যাত রেসিপি তৈরি হয় বাঁশ গাছের একদম গোড়ার অংশ দিয়ে।
advertisement
4/6
সাধারণত বাঁশ গাছ কেটে ফেলার পর পড়ে থাকে গোড়ার অংশটি, বাঁশ গাছের এই অংশটি একদম নরম হয়। স্থানীয় মানুষ এই অংশটিকে কেটে বাড়িতে নিয়ে এসে এটাকে ভালোভাবে পরিষ্কার করে ছাল সরিয়ে তারপর রান্না করা হয়।
সাধারণত বাঁশ গাছ কেটে ফেলার পর পড়ে থাকে গোড়ার অংশটি, বাঁশ গাছের এই অংশটি একদম নরম হয়। স্থানীয় মানুষ এই অংশটিকে কেটে বাড়িতে নিয়ে এসে এটাকে ভালোভাবে পরিষ্কার করে ছাল সরিয়ে তারপর রান্না করা হয়।
advertisement
5/6
এ প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা বলেন প্রথমে টুকরো টুকরো করে কেটে হলুদ লবণ দিয়ে এটিকে সেদ্ধ করা হয়, তারপর কড়াইতে গরম তেলে পেঁয়াজ টমেটো আদা রসুন জিরে দিয়ে ভালমতো কষিয়ে তৈরি হয় সুস্বাদু এ খাওয়ার। এটিকে আপনি ভাত বা রুটি উভয়ের সাথেই খেতে পারেন। অন্যদিকে বাঁশ গাছের এই অংশ দিয়ে তৈরি হয় বিভিন্ন ধরনের আচার যা পর্যটকদের কাছে পছন্দের তালিকায় শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে।
এ প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা বলেন প্রথমে টুকরো টুকরো করে কেটে হলুদ লবণ দিয়ে এটিকে সেদ্ধ করা হয়, তারপর কড়াইতে গরম তেলে পেঁয়াজ টমেটো আদা রসুন জিরে দিয়ে ভালমতো কষিয়ে তৈরি হয় সুস্বাদু এ খাওয়ার। এটিকে আপনি ভাত বা রুটি উভয়ের সাথেই খেতে পারেন। অন্যদিকে বাঁশ গাছের এই অংশ দিয়ে তৈরি হয় বিভিন্ন ধরনের আচার যা পর্যটকদের কাছে পছন্দের তালিকায় শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে।
advertisement
6/6
তাহলে আর দেরি কেন আপনিও বাড়িতে বানিয়ে ফেলুন নেপালি জনপ্রিয় খাওয়ার "তামা"। এই খাবার খেলে মাছ মাংস ভুলে যাবেন আপনি। বাজেট ফ্রেন্ডলি এই খাবার ঝালে ঝোলে রসালো এবং খেতে অত্যন্ত সুস্বাদু। তা আপনি যদি পাহাড়ে গিয়ে এই খাবার না খেয়ে থাকেন তাহলে মিস করছেন পাহাড়ে গেলে অবশ্যই খেয়ে দেখুন অত্যন্ত সুস্বাদু লোভনীয় এই নেপালি ডিস।
তাহলে আর দেরি কেন আপনিও বাড়িতে বানিয়ে ফেলুন নেপালি জনপ্রিয় খাওয়ার "তামা"। এই খাবার খেলে মাছ মাংস ভুলে যাবেন আপনি। বাজেট ফ্রেন্ডলি এই খাবার ঝালে ঝোলে রসালো এবং খেতে অত্যন্ত সুস্বাদু। তা আপনি যদি পাহাড়ে গিয়ে এই খাবার না খেয়ে থাকেন তাহলে মিস করছেন পাহাড়ে গেলে অবশ্যই খেয়ে দেখুন অত্যন্ত সুস্বাদু লোভনীয় এই নেপালি ডিস।
advertisement
advertisement
advertisement