Cyclone Yaas: ঘূর্ণিঝড়ের সময় পোষ্যদের কি বেঁধে রাখা উচিত? কী করবেন আর করবেন না জানুন

Last Updated:
যশ (Cyclone Yaas) যত বেশি স্থলভাগের কাছাকাছি আসবে, তত ঝড়বৃষ্টির গতিবেগ বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
1/6
বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ ও ওড়িশার পারাদ্বীপের মধ্যে আছড়ে পড়তে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তার প্রভাবে মঙ্গলবার থেকেই ঝড়ব়ৃষ্টি শুরু হবে রাজ্যে। ইয়াস যত বেশি স্থলভাগের কাছাকাছি আসবে, তত ঝড়বৃষ্টির গতিবেগ বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ ও ওড়িশার পারাদ্বীপের মধ্যে আছড়ে পড়তে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তার প্রভাবে মঙ্গলবার থেকেই ঝড়ব়ৃষ্টি শুরু হবে রাজ্যে। ইয়াস যত বেশি স্থলভাগের কাছাকাছি আসবে, তত ঝড়বৃষ্টির গতিবেগ বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
2/6
আগেরবারের বিভিন্ন ঘূর্ণঝড়ের অভিজ্ঞতা থেকে এখন মানুষ এবং সরকার অনেক বেশি সতর্ক। নেওয়া হচ্ছে নানা ধরনের প্রস্তুতিও। কিন্তু মনে রাখতে হবে এই ঝড়ের প্রভাবে ক্ষতি হয় বহু প্রাণীরও। বাইরের প্রাণীদের আত্মরক্ষার কৌশল অনেক বেশি শক্তিশালী, সেই সময় বাইরে গিয়ে মানুষ তাদের খুব একটা সাহায্য করতেও পারবে না। কিন্তু ঘরে থাকা পোষ্যদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু নিয়ম মাথায় রাখতে হবে। ঝড়ের সময় গৃহপালিত পোষ্যদের ক্ষেত্রে এই কথাগুলি মাথায় রাখুন অবশ্যই।
আগেরবারের বিভিন্ন ঘূর্ণঝড়ের অভিজ্ঞতা থেকে এখন মানুষ এবং সরকার অনেক বেশি সতর্ক। নেওয়া হচ্ছে নানা ধরনের প্রস্তুতিও। কিন্তু মনে রাখতে হবে এই ঝড়ের প্রভাবে ক্ষতি হয় বহু প্রাণীরও। বাইরের প্রাণীদের আত্মরক্ষার কৌশল অনেক বেশি শক্তিশালী, সেই সময় বাইরে গিয়ে মানুষ তাদের খুব একটা সাহায্য করতেও পারবে না। কিন্তু ঘরে থাকা পোষ্যদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু নিয়ম মাথায় রাখতে হবে। ঝড়ের সময় গৃহপালিত পোষ্যদের ক্ষেত্রে এই কথাগুলি মাথায় রাখুন অবশ্যই।
advertisement
3/6
বিশেষজ্ঞরা বলছেন, এই সময় বাড়ির পোষ্যদের কখনওই বেঁধে রাখবেন না। বেঁধে রাখলে তাদের ভয় তারা প্রশমিত করতে ব্যর্থ হবে। বরং নিজেদের কাছে রাখুন, বা এমন কোনও জায়গায় রাখুন যেখানে নিজে থেকে ওরা লুকিয়ে রয়েছি বলে মনে করতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, এই সময় বাড়ির পোষ্যদের কখনওই বেঁধে রাখবেন না। বেঁধে রাখলে তাদের ভয় তারা প্রশমিত করতে ব্যর্থ হবে। বরং নিজেদের কাছে রাখুন, বা এমন কোনও জায়গায় রাখুন যেখানে নিজে থেকে ওরা লুকিয়ে রয়েছি বলে মনে করতে পারে।
advertisement
4/6
অনেক সময় জানালার কাচ ভেঙে কিছু উড়ে এসে আপনার পোষ্যকে আঘাত করতে পারে। মানুষের মতোই প্রাণীদেরও প্রতিবর্ত ক্রিয়ার বিরাট অনুভূতি থাকে। বেঁধে রাখলে সেটি সে করতে পারবে না। এমন কোনও খারাপের আঁচ পেলে যাতে সে নিজে থেকে সরে যেতে পারে, সে দিকটি খেয়াল রাখুন।
অনেক সময় জানালার কাচ ভেঙে কিছু উড়ে এসে আপনার পোষ্যকে আঘাত করতে পারে। মানুষের মতোই প্রাণীদেরও প্রতিবর্ত ক্রিয়ার বিরাট অনুভূতি থাকে। বেঁধে রাখলে সেটি সে করতে পারবে না। এমন কোনও খারাপের আঁচ পেলে যাতে সে নিজে থেকে সরে যেতে পারে, সে দিকটি খেয়াল রাখুন।
advertisement
5/6
তবে এমন ঘরে পোষ্যদের না রাখাই ভালো যেখানে দৌড়তে গিয়ে অসংখ্য জিনিসে বাধা পেতে হয়। বিদ্যুৎ না থাকলে কোনও ভাবে যাতে তারা কোথাও আঘাতপ্রাপ্ত না হয় নিজেদের মতো সেটি ওদের ক্ষেত্রেও মাথায় রাখুন।
তবে এমন ঘরে পোষ্যদের না রাখাই ভালো যেখানে দৌড়তে গিয়ে অসংখ্য জিনিসে বাধা পেতে হয়। বিদ্যুৎ না থাকলে কোনও ভাবে যাতে তারা কোথাও আঘাতপ্রাপ্ত না হয় নিজেদের মতো সেটি ওদের ক্ষেত্রেও মাথায় রাখুন।
advertisement
6/6
প্রচণ্ড বাজ বা হাওয়ার শব্দ হলে কাছে টেনে কানে হাত চেপে দিন। যাতে খুব জোরে আওয়াজ শুনে তারা চমকে না ওঠে। মানুষের মতো হৃদয়ে ক্ষমতা তাদের থাকে না। ফলে অনেক বেশি ভীত হয়ে যায় তারা। অসময়ে তাকে ভরসা দিন।
প্রচণ্ড বাজ বা হাওয়ার শব্দ হলে কাছে টেনে কানে হাত চেপে দিন। যাতে খুব জোরে আওয়াজ শুনে তারা চমকে না ওঠে। মানুষের মতো হৃদয়ে ক্ষমতা তাদের থাকে না। ফলে অনেক বেশি ভীত হয়ে যায় তারা। অসময়ে তাকে ভরসা দিন।
advertisement
advertisement
advertisement