Cycle in Bengali: সাইকেলের বাংলা কী? ৯৯% লোক বলতে গিয়ে হিমশিম খাবেন

Last Updated:
Cycle in Bengali: হেঁটে যাওয়ার থেকে জোরে এবং কম খাঁটুনিতে যাওয়া যায়। চাইলে মাল বওয়া যায়। জনতার এমন বন্ধু আর কে আছে? সেই সাইকেলের বাংলা কী?
1/8
কোটি কোটি মানুষের যাতায়াতের ভরসা সাইকেল। চেন আর বল বেয়ারিং এ দুফোঁটা মোবিল দেওয়া ছাড়া আর কোনও খরচা নেই। আর যদি পাংচার হয়, তবে টায়ার টিউব সারাতে যতটুকু লাগে। তাও কবারই বা পাংচার হয়!
কোটি কোটি মানুষের যাতায়াতের ভরসা সাইকেল। চেন আর বল বেয়ারিং এ দুফোঁটা মোবিল দেওয়া ছাড়া আর কোনও খরচা নেই। আর যদি পাংচার হয়, তবে টায়ার টিউব সারাতে যতটুকু লাগে। তাও কবারই বা পাংচার হয়!
advertisement
2/8
হেঁটে যাওয়ার থেকে জোরে এবং কম খাঁটুনিতে যাওয়া যায়। চাইলে মাল বওয়া যায়। জনতার এমন বন্ধু আর কে আছে? সাইকেলের সামনের রডে প্রেমিকাকে বসিয়ে প্রেমপর্বও হৃদয়ে গেঁথে রয়েছে কত কত মানুষের। কিন্তু সাইকেল তো একটি ইংরেজি শব্দ। কখনও ভেবেছেন সাইকেলের বাংলী কী?
হেঁটে যাওয়ার থেকে জোরে এবং কম খাঁটুনিতে যাওয়া যায়। চাইলে মাল বওয়া যায়। জনতার এমন বন্ধু আর কে আছে? সাইকেলের সামনের রডে প্রেমিকাকে বসিয়ে প্রেমপর্বও হৃদয়ে গেঁথে রয়েছে কত কত মানুষের। কিন্তু সাইকেল তো একটি ইংরেজি শব্দ। কখনও ভেবেছেন সাইকেলের বাংলী কী?
advertisement
3/8
গাড়ির ফাঁক গলে কোনওমতে হেলেদুলে প্যাডেলে ভর করে চলে যাওয়া দু'চাকা। যেন গরিবের মসিহা। আলাদিনের চিরাগ সাইকেল। সাইকেলকে বাংলায় কী বলে?
গাড়ির ফাঁক গলে কোনওমতে হেলেদুলে প্যাডেলে ভর করে চলে যাওয়া দু'চাকা। যেন গরিবের মসিহা। আলাদিনের চিরাগ সাইকেল। সাইকেলকে বাংলায় কী বলে?
advertisement
4/8
সাইকেলের বাংলা নাম, বাংলা অর্থ কী? সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিক একটি সমীক্ষায় ৯৯ শতাংশ মানুষই বলতে পারেননি।
সাইকেলের বাংলা নাম, বাংলা অর্থ কী? সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিক একটি সমীক্ষায় ৯৯ শতাংশ মানুষই বলতে পারেননি।
advertisement
5/8
১৮১৭ সালে জার্মানির বিখ্যাত বিজ্ঞানী কার্ল ভন ড্রাইস সে দেশেরই বিখ্যাত শহর ম্যানহেইম -এ প্রথম সাইকেল আবিষ্কার করেন। নতুন পৃথিবীর যুগে তা ছিল এক যুগান্তকারী ঘটনা। নিজের শরীরের পরিশ্রমের মাধ্যমেই কার্যত এই দুটি চাকা বিশিষ্ট যানটি চালাতে হয়। পরিবেশের কোনো ক্ষতি কিংবা পেট্রোল ও কয়লার জ্বালানি খরচ হয় না।
১৮১৭ সালে জার্মানির বিখ্যাত বিজ্ঞানী কার্ল ভন ড্রাইস সে দেশেরই বিখ্যাত শহর ম্যানহেইম -এ প্রথম সাইকেল আবিষ্কার করেন। নতুন পৃথিবীর যুগে তা ছিল এক যুগান্তকারী ঘটনা। নিজের শরীরের পরিশ্রমের মাধ্যমেই কার্যত এই দুটি চাকা বিশিষ্ট যানটি চালাতে হয়। পরিবেশের কোনো ক্ষতি কিংবা পেট্রোল ও কয়লার জ্বালানি খরচ হয় না।
advertisement
6/8
পৃথিবীতে সব দেশে সাইকেল ব্যবহার করা হয়। ছোটবেলায় সবচেয়ে বেশি সাইকেল চালানোর স্মৃতি আমাদের সঙ্গে জড়িয়ে থাকে। ১৯ শতক থেকে সাইকেল বাঙালি জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে। যতদিন এগিয়েছে ততই উন্নতমানের সাইকেল আবিষ্কার হচ্ছে।
পৃথিবীতে সব দেশে সাইকেল ব্যবহার করা হয়। ছোটবেলায় সবচেয়ে বেশি সাইকেল চালানোর স্মৃতি আমাদের সঙ্গে জড়িয়ে থাকে। ১৯ শতক থেকে সাইকেল বাঙালি জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে। যতদিন এগিয়েছে ততই উন্নতমানের সাইকেল আবিষ্কার হচ্ছে।
advertisement
7/8
লাখ টাকা দামেরও সাইকেল দোকানে কিনতে পাওয়া যায় বর্তমানে। কিন্তু বাংলায় কী বলে এই সাইকেলকে? ৯৯% মানুষই বলতে পারবেন না এই সহজ প্রশ্নের উত্তর। সাইকেলের বাংলা নাম হল 'দ্বিচক্রযান'। খুব সহজ ও ছোট ভাষাতেই ব্যক্ত করা যায় দুটি চাকার এই বাহনটিকে।
লাখ টাকা দামেরও সাইকেল দোকানে কিনতে পাওয়া যায় বর্তমানে। কিন্তু বাংলায় কী বলে এই সাইকেলকে? ৯৯% মানুষই বলতে পারবেন না এই সহজ প্রশ্নের উত্তর। সাইকেলের বাংলা নাম হল 'দ্বিচক্রযান'। খুব সহজ ও ছোট ভাষাতেই ব্যক্ত করা যায় দুটি চাকার এই বাহনটিকে।
advertisement
8/8
'দ্বি' কথার অর্থ হল দুটি। অন্যদিকে 'চক্র' মানে চাকা। আর যান কথার অর্থ যে প্রত্যেকটি মানুষের জানা তা বলাই বাহুল্য। সাইকেলকে বাংলায় বলা হয় দ্বিচক্রযান।
'দ্বি' কথার অর্থ হল দুটি। অন্যদিকে 'চক্র' মানে চাকা। আর যান কথার অর্থ যে প্রত্যেকটি মানুষের জানা তা বলাই বাহুল্য। সাইকেলকে বাংলায় বলা হয় দ্বিচক্রযান।
advertisement
advertisement
advertisement