১৮১৭ সালে জার্মানির বিখ্যাত বিজ্ঞানী কার্ল ভন ড্রাইস সে দেশেরই বিখ্যাত শহর ম্যানহেইম -এ প্রথম সাইকেল আবিষ্কার করেন। নতুন পৃথিবীর যুগে তা ছিল এক যুগান্তকারী ঘটনা। নিজের শরীরের পরিশ্রমের মাধ্যমেই কার্যত এই দুটি চাকা বিশিষ্ট যানটি চালাতে হয়। পরিবেশের কোনো ক্ষতি কিংবা পেট্রোল ও কয়লার জ্বালানি খরচ হয় না।