'নুন' না 'চিনি'...? বর্ষাকালে 'দই' কী দিয়ে খেলে বেশি লাভ জানেন? রইল আয়ুর্বেদের 'জরুরি' পরামর্শ!

Last Updated:
Curd: বর্ষাকালে দই খেলে কী হতে পারে হিতে বিপরীত? এই সময় দই খাওয়া নিয়ে কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রে রয়েছে বিশেষ পরামর্শ। দই যেমন ভাল তেমনই এই খাবারটি নিয়ে সতর্ক হওয়ার প্রযোজন থাকে অনেক সময়। যদিও কেউ কেউ দই খাওয়ার সময় এক চিমটে নুন কিংবা চিনি মিশিয়ে খান স্বাদের জন্য, কিন্তু অনেকেই জানেন না এক্ষেত্রে কী প্রভাব পড়তে পারে ব্যক্তির শরীরে।
1/17
বর্ষাকাল মানেই কী শুধু ঘরে বসে বৃষ্টি দেখা আর খিচুড়ি-ডিমভাজা? বর্ষাকালই আবার কিন্তু নানা সংক্রমণে জেরবার হওয়ার মরশুম। একদিকে জলীয়বাষ্প পূর্ণ জোলো আবহাওয়া, অন্য দিকে ভ্যাপসা গরম।
বর্ষাকাল মানেই কী শুধু ঘরে বসে বৃষ্টি দেখা আর খিচুড়ি-ডিমভাজা? বর্ষাকালই আবার কিন্তু নানা সংক্রমণে জেরবার হওয়ার মরশুম। একদিকে জলীয়বাষ্প পূর্ণ জোলো আবহাওয়া, অন্য দিকে ভ্যাপসা গরম।
advertisement
2/17
এমন আবহাওয়ায় ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছেন সকলেই। জ্বর-জারি পেটের সমস্যা লেগেই থাকে এই সময়। এই সময় সুস্থ থাকতে রোজের পাতে টক দই রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।
এমন আবহাওয়ায় ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছেন সকলেই। জ্বর-জারি পেটের সমস্যা লেগেই থাকে এই সময়। এই সময় সুস্থ থাকতে রোজের পাতে টক দই রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।
advertisement
3/17
দই যে উপকার সে কথা সবাই জানে। বিশেষজ্ঞদের মতে মোটের উপর সব ঋতুতেই দই উপকারী। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলা থেকে ওজন কমানো, টক দইয়ের গুণের শেষ নেই। বিশেষ করে ওজন কমিয়ে যাঁরা রোগা হতে চাইছেন, তাঁদের রোজের পাতে টক দই থাকেই।
দই যে উপকার সে কথা সবাই জানে। বিশেষজ্ঞদের মতে মোটের উপর সব ঋতুতেই দই উপকারী। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলা থেকে ওজন কমানো, টক দইয়ের গুণের শেষ নেই। বিশেষ করে ওজন কমিয়ে যাঁরা রোগা হতে চাইছেন, তাঁদের রোজের পাতে টক দই থাকেই।
advertisement
4/17
কিন্তু বর্ষাকালে দই খেলে কী হতে পারে হিতে বিপরীত? এই সময় দই খাওয়া নিয়ে কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রে রয়েছে বিশেষ পরামর্শ। দই যেমন ভাল তেমনই এই খাবারটি নিয়ে সতর্ক হওয়ার প্রযোজন থাকে অনেক সময়। যদিও কেউ কেউ দই খাওয়ার সময় এক চিমটে নুন কিংবা চিনি মিশিয়ে খান স্বাদের জন্য, কিন্তু অনেকেই জানেন না এক্ষেত্রে কী প্রভাব পড়তে পারে ব্যক্তির শরীরে।
কিন্তু বর্ষাকালে দই খেলে কী হতে পারে হিতে বিপরীত? এই সময় দই খাওয়া নিয়ে কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রে রয়েছে বিশেষ পরামর্শ। দই যেমন ভাল তেমনই এই খাবারটি নিয়ে সতর্ক হওয়ার প্রযোজন থাকে অনেক সময়। যদিও কেউ কেউ দই খাওয়ার সময় এক চিমটে নুন কিংবা চিনি মিশিয়ে খান স্বাদের জন্য, কিন্তু অনেকেই জানেন না এক্ষেত্রে কী প্রভাব পড়তে পারে ব্যক্তির শরীরে।
advertisement
5/17
এই প্রসঙ্গে উত্তর প্রদেশের আলিগড় আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডক্টর সরোজ গৌতম বলেন, গরম থেকে আরাম পেতে দই খাওয়া হলেও দইয়ের প্রভাব শরীরে কিন্তু আদতে গরম। এর প্রকৃতি অম্লীয় এবং এটি কোনও কিছু না মিশিয়ে খাওয়া উচিত নয়।
এই প্রসঙ্গে উত্তর প্রদেশের আলিগড় আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডক্টর সরোজ গৌতম বলেন, গরম থেকে আরাম পেতে দই খাওয়া হলেও দইয়ের প্রভাব শরীরে কিন্তু আদতে গরম। এর প্রকৃতি অম্লীয় এবং এটি কোনও কিছু না মিশিয়ে খাওয়া উচিত নয়।
advertisement
6/17
কিন্তু নুন না চিনি? বর্ষাকালে দইতে কী মিশিয়ে খেলে বেশি উপকার? আয়ুর্বেদের মতে দইয়ে মুগ ডাল, মধু, ঘি, চিনি ও আমলা মিশিয়ে খেলে স্বাস্থ্যের অনেক উপকার পাওয়া যায়।
কিন্তু নুন না চিনি? বর্ষাকালে দইতে কী মিশিয়ে খেলে বেশি উপকার? আয়ুর্বেদের মতে দইয়ে মুগ ডাল, মধু, ঘি, চিনি ও আমলা মিশিয়ে খেলে স্বাস্থ্যের অনেক উপকার পাওয়া যায়।
advertisement
7/17
তবে সাধারণ দই কিন্তু আমাদের রক্তকে দূষিত করতে পারে এবং এর ফলে ত্বকের সমস্যা দেখা দিতে পারে। আয়ুর্বেদে পরিষ্কার বলা আছে যে রাতে দই এড়িয়ে চলা উচিত এবং প্রতিদিন খাওয়া উচিত নয়।
তবে সাধারণ দই কিন্তু আমাদের রক্তকে দূষিত করতে পারে এবং এর ফলে ত্বকের সমস্যা দেখা দিতে পারে। আয়ুর্বেদে পরিষ্কার বলা আছে যে রাতে দই এড়িয়ে চলা উচিত এবং প্রতিদিন খাওয়া উচিত নয়।
advertisement
8/17
লবণ বা চিনি কি দইতে যোগ করা উচিত? ডক্টর সরোজ গৌতমের মতে, আপনি মাঝে মাঝে লবণ মিশ্রিত দই খেতে পারেন, তবে তা সবসময় খাওয়া উচিত নয়। দইয়ের প্রভাব গরম এবং এতে বেশি লবণ যোগ করলে ত্বকের সমস্যা হতে পারে।
লবণ বা চিনি কি দইতে যোগ করা উচিত? ডক্টর সরোজ গৌতমের মতে, আপনি মাঝে মাঝে লবণ মিশ্রিত দই খেতে পারেন, তবে তা সবসময় খাওয়া উচিত নয়। দইয়ের প্রভাব গরম এবং এতে বেশি লবণ যোগ করলে ত্বকের সমস্যা হতে পারে।
advertisement
9/17
দই এই ভাবে খেলে চুল পড়া, চুল অকালে পেকে যাওয়া এবং ত্বকে ব্রণ হওয়ার মতো সমস্যা হতে পারে। তাই দইয়ে লবণ দেওয়া এড়িয়ে চলতে হবে।
দই এই ভাবে খেলে চুল পড়া, চুল অকালে পেকে যাওয়া এবং ত্বকে ব্রণ হওয়ার মতো সমস্যা হতে পারে। তাই দইয়ে লবণ দেওয়া এড়িয়ে চলতে হবে।
advertisement
10/17
অন্যদিকে, দইয়ের সঙ্গে চিনি মিশিয়ে খাওয়া খুবই উপকারী বলে মনে করা হয়। দইয়ে চিনি মেশানো হলে এর প্রভাব ঠাণ্ডা হয় এবং এটি খেলে কোনও ক্ষতি হয় না। দইয়ে গুড় মিশিয়ে খেলেও উপকার পাওয়া যায়।
অন্যদিকে, দইয়ের সঙ্গে চিনি মিশিয়ে খাওয়া খুবই উপকারী বলে মনে করা হয়। দইয়ে চিনি মেশানো হলে এর প্রভাব ঠাণ্ডা হয় এবং এটি খেলে কোনও ক্ষতি হয় না। দইয়ে গুড় মিশিয়ে খেলেও উপকার পাওয়া যায়।
advertisement
11/17
এক নজরে দেখে নেওয়া যাক, নুন না চিনি, কোনটি দিয়ে দই খাওয়া আপনার জন্য উপকার।দইয়ের সঙ্গে নুন মেশালে কী হবে?
এক নজরে দেখে নেওয়া যাক, নুন না চিনি, কোনটি দিয়ে দই খাওয়া আপনার জন্য উপকার।দইয়ের সঙ্গে নুন মেশালে কী হবে?
advertisement
12/17
১) হজমের সমস্যা নিরাময় করতে টক দইয়ের সঙ্গে নুন মিশিয়ে নিতে পারেন।
১) হজমের সমস্যা নিরাময় করতে টক দইয়ের সঙ্গে নুন মিশিয়ে নিতে পারেন।
advertisement
13/17
২) ইলেক্ট্রোলাইটের সমতা বজায় রাখতেও সাহায্য করে নুন। দই বা লস্যির সঙ্গে এক চিমটে নুন মিশিয়ে নিলে ক্লান্তি দূর হয়।
২) ইলেক্ট্রোলাইটের সমতা বজায় রাখতেও সাহায্য করে নুন। দই বা লস্যির সঙ্গে এক চিমটে নুন মিশিয়ে নিলে ক্লান্তি দূর হয়।
advertisement
14/17
৩) আবার যাঁরা ওজন কমাতে চান, তাদের জন্য দইয়ের সঙ্গে এক চিমটে নুন মিশিয়ে নিলে ক্যালোরি পোড়ানোর কাজটি সহজ হবে।
৩) আবার যাঁরা ওজন কমাতে চান, তাদের জন্য দইয়ের সঙ্গে এক চিমটে নুন মিশিয়ে নিলে ক্যালোরি পোড়ানোর কাজটি সহজ হবে।
advertisement
15/17
৪) তবে আবার যাঁদের উচ্চ রক্তচাপ, কার্ডিয়োভাসকুলার সমস্যা কিংবা কিডনির কোনও রোগ রয়েছে, তাঁরা দইতে বেশি নুন খাবেন না।
৪) তবে আবার যাঁদের উচ্চ রক্তচাপ, কার্ডিয়োভাসকুলার সমস্যা কিংবা কিডনির কোনও রোগ রয়েছে, তাঁরা দইতে বেশি নুন খাবেন না।
advertisement
advertisement
advertisement