গরমে দই টক হয়ে যায়? এই ৭টি 'সহজ উপায়' মেনে চললেই সুস্বাদু ...বহু দিন 'ফ্রেশ' থাকবে দই!
- Published by:Tias Banerjee
Last Updated:
অনেক সময় দেখা যায়, দই খুব তাড়াতাড়ি টক হয়ে যায়—ফ্রিজে রাখলেও। কারণ তীব্র গরমে ব্যাকটেরিয়া দ্রুত সক্রিয় হয়ে পড়ে এবং দইয়ের স্বাদ নষ্ট করে দেয়। কিন্তু কিছু সহজ ও কার্যকর কৌশল মানলে দই বহুদিন পর্যন্ত টক না হয়ে ফ্রেশ ও সুস্বাদু থাকবে। এমনই ৭টি উপায় জেনে নিন। দই থাকবে টাটকা, সুস্বাদু, সুগন্ধী।
গরমকালে দই শরীর ঠান্ডা রাখার অন্যতম স্বাস্থ্যকর উপায়। হজমে সাহায্য করে, শরীরকে আর্দ্র রাখে এবং গ্রীষ্মের গরমে স্বস্তি দেয়। কিন্তু সমস্যাটা হল—এই সময় দই খুব সহজেই টক হয়ে যায়, এমনকি ফ্রিজে রাখলেও। উচ্চ তাপমাত্রায় ব্যাকটেরিয়ার সক্রিয়তা বেড়ে যাওয়ার ফলে দইয়ের স্বাদ ও মান দুটোই নষ্ট হয়ে যায়। তবে কিছু ঘরোয়া এবং সহজ পদ্ধতি মেনে চললে দই দীর্ঘদিন পর্যন্ত টক না হয়ে সতেজ ও সুস্বাদু রাখা সম্ভব।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement