Cracked Lips in Winter: ঠোঁট ফেটে রক্তাক্ত-চৌচির? ক্রিম ডলেও লাভ হচ্ছে না? আপনার শরীরে এই ভিটামিনটি নেই আসলে! সাবধান
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Cracked Lips in Winter: জানেন কি শরীরে একটি নির্দিষ্ট ভিটামিনের অভাবের কারণেও এই সমস্যা হতে পারে? সময় থাকতে সাবধানতা নিন, বড় ক্ষতি হতে পারে।
advertisement
শীতে ঠোঁট ফাটা খুবই সাধারণ সমস্যা বলেই জানি আমরা। এ সময় এমন কেউ নেই, যার ঠোঁট ফাটে না। ছোট থেকে বড় সবারই ঠোঁট শুষ্ক থাকে ও ফেটে যায়। সাধারণত বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অন্য ঋতুর থেকে শীতে কম থাকার কারণে ঘাম কম হয়। এ কারণে সিবেসিয়াস গ্রন্থি থেকে বের হওয়া তৈলাক্ত পদার্থ ত্বকে ছড়াতে পারে না। এ কারণে ত্বকের শুকনো জায়গা কুঁচকে ফেটে যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ঠোঁট ফাটা রুখতে বেশি করে পর্যাপ্ত পরিমাণে জল খান। শরীররে হাইড্রেটেড রাখুন। সপ্তাহে ৩-৪ বার ঠোঁট স্ক্রাব করুন। ফি, হলুদ ও মধু মিশিয়ে পেস্ট তৈরি করতে পারেন। ঠোঁটে অর্গানিক লিপবাম ব্যবহার করুন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)