Seasonal Flu Vs COVID-19: করোনা না কি ফ্লু, অ্যালার্জি না কি ঠান্ডা লাগা - কী হয়েছে আপনার কী করে বুঝবেন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
কী হয়েছে আপনার কী করে বুঝবেন জেনে নিন
আরও ভয়ানক হতে চলেছে করোনার দ্বিতীয় ঢেউ। ইতিমধ্যেই দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়েছে। এর হাত থেকে বাঁচতে একমাত্র সতর্কতাকেই ভরসা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাস্ক, স্যানিটাইজারকে সবসময়ের সঙ্গী করে নিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, সহজেই তাঁদের কাবু করছে কোভিড-১৯। করোনা ভাইরাস শরীরে ঢোকার পর উপসর্গ নাও দেখা দিতে পারে। দু থেকে তিন সপ্তাহের মধ্যে করোনার উপস্থিতি টের পাওয়া যায়। এইসময়ই করোনা ভাইরাস সবথেকে বেশি ছড়িয়ে পড়তে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
পেশীতে ব্যথা হচ্ছে। দিন কয়েক তেমন চলার পরে তা হয়তো একটু বাড়ল। বমি বমি ভাবও হতে পারে করোনার লক্ষণ। সম্প্রতি বিভিন্ন গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত হলে আচমকাই বদলে যাচ্ছে জিভের রঙ। সাধারণত, শরীরে রোগ বাসা বাঁধলে জিভ তার রূপ বদলায়। এক্ষেত্রেও তাই হয়। পাশাপাশি মুখের ভিতর সমস্যা অনুভুতি হচ্ছে।
advertisement
জিভের উপর জ্বালা ভাব দেখা দিচ্ছে। ত্বকের উপর সমস্যা তৈরি হচ্ছে নতুন স্ট্রেনে আক্রান্ত হলে। মুখের ভিতর গালের উপর ঘা, ঠোঁটে ক্ষতের মতো ঘা, হলে সাবধান হন। ভিটামিনের অভাবে নয়, হয়ে পারে আপনি করোনা আক্রান্ত হয়েছেন। মুখের ভিতর ক্রমশ শুকিয়ে যাচ্ছে? ঠোঁট শুকিয়ে গিয়ে ফী যাচ্ছে? গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে ঘন ঘন? তা হলে আপনার করোনা সংক্রামিত হওয়ার সম্ভচাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
advertisement