করোনাভাইরাসের জেরে সমস্যায় পড়ছেন হেপাটাইটিসের রোগীরাও, বলছে সমীক্ষা

Last Updated:
অন্যান্য সব কিছুর সঙ্গেই করোনার জেরে কমেছে Hospital-Wide Hepatitis C (HCV) টেস্টিংয়ের মাত্রা
1/7
লকডাউন (Lockdown) এবং পরবর্তী করোনা পরিস্থিতিতে (Covid 19) করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত রোগীদের চিকিৎসা ছাড়া বাকি চিকিৎসায় অনেকটাই সমস্যা হয়েছে। শুধু এ দেশে নয়, বিশ্বের প্রায় সব জায়গায়ই অন্যান্য রোগ বা তার প্রতিকার নিয়ে সে ভাবে ভাবার অবকাশ হয়নি বললেই চলে। হাসপাতালে করোনারোগীদের চাপ বাড়তে থাকায় অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে রোগীদের বেড পেতেও সমস্য়া হয়েছে। আর অন্যান্য সব কিছুর সঙ্গেই করোনার জেরে কমেছে Hospital-Wide Hepatitis C (HCV) টেস্টিংয়ের মাত্রা। করোনা সংক্রমণের আগে যে পরিমাণ টেস্ট হত, তার ৫০ শতাংশ কম টেস্ট হয়েছে এই সময়ে।
লকডাউন (Lockdown) এবং পরবর্তী করোনা পরিস্থিতিতে (Covid 19) করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত রোগীদের চিকিৎসা ছাড়া বাকি চিকিৎসায় অনেকটাই সমস্যা হয়েছে। শুধু এ দেশে নয়, বিশ্বের প্রায় সব জায়গায়ই অন্যান্য রোগ বা তার প্রতিকার নিয়ে সে ভাবে ভাবার অবকাশ হয়নি বললেই চলে। হাসপাতালে করোনারোগীদের চাপ বাড়তে থাকায় অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে রোগীদের বেড পেতেও সমস্য়া হয়েছে। আর অন্যান্য সব কিছুর সঙ্গেই করোনার জেরে কমেছে Hospital-Wide Hepatitis C (HCV) টেস্টিংয়ের মাত্রা। করোনা সংক্রমণের আগে যে পরিমাণ টেস্ট হত, তার ৫০ শতাংশ কম টেস্ট হয়েছে এই সময়ে।
advertisement
2/7
Journal of Primary Care and Community Health-এ প্রকাশিত সমীক্ষা অনুযায়ী, Hospital-Wide Hepatitis C  ও অ্যাম্বুলেটরি HCV-র টেস্টিংয়ের উপরে যথেষ্ট প্রভাব রয়েছে করোনার। এই ভাইরাস সনাক্ত করতে গিয়ে কমেছে HCV-র টেস্টিং।
Journal of Primary Care and Community Health-এ প্রকাশিত সমীক্ষা অনুযায়ী, Hospital-Wide Hepatitis C ও অ্যাম্বুলেটরি HCV-র টেস্টিংয়ের উপরে যথেষ্ট প্রভাব রয়েছে করোনার। এই ভাইরাস সনাক্ত করতে গিয়ে কমেছে HCV-র টেস্টিং।
advertisement
3/7
সমীক্ষার লেখক, আমেরিকার বস্টন মেডিকেল সেন্টারের (The Boston Medical Centre) হিথার স্পেরিং জানান, করোনা পরিস্থিতিতে মানুষের সুরক্ষার খাতিরে একাধিক নির্দেশিকা তৈরি হয়। এবং স্বাস্থ্য পরিষেবায় পরিবর্তনের ফলে অনেকটা বেশি পরিমাণ HCV স্ক্রিনিং কমেছে।
সমীক্ষার লেখক, আমেরিকার বস্টন মেডিকেল সেন্টারের (The Boston Medical Centre) হিথার স্পেরিং জানান, করোনা পরিস্থিতিতে মানুষের সুরক্ষার খাতিরে একাধিক নির্দেশিকা তৈরি হয়। এবং স্বাস্থ্য পরিষেবায় পরিবর্তনের ফলে অনেকটা বেশি পরিমাণ HCV স্ক্রিনিং কমেছে।
advertisement
4/7
প্যানডেমিক ও সমীক্ষা- ডিসেম্বর ১, ২০১৯ থেকে জুন ৩০, ২০২০ পর্যন্ত সময়ের মধ্যে সমীক্ষাটির জন্য তথ্য জোগাড় করা হয়। যাতে মার্চের আগে এবং পরে সাড়ে তিন মাসে কতজনের HCV স্ক্রিনিং হয়েছে তা দেখা হয়। এবং একই ভাবে তার মধ্যে মোট কতজনের শরীরে HCV RNA পজিটিভ এসেছে, তাও খতিয়ে দেখা হয়।
প্যানডেমিক ও সমীক্ষা- ডিসেম্বর ১, ২০১৯ থেকে জুন ৩০, ২০২০ পর্যন্ত সময়ের মধ্যে সমীক্ষাটির জন্য তথ্য জোগাড় করা হয়। যাতে মার্চের আগে এবং পরে সাড়ে তিন মাসে কতজনের HCV স্ক্রিনিং হয়েছে তা দেখা হয়। এবং একই ভাবে তার মধ্যে মোট কতজনের শরীরে HCV RNA পজিটিভ এসেছে, তাও খতিয়ে দেখা হয়।
advertisement
5/7
সমীক্ষায় দেখা গিয়েছে, বহির্বিভাগের রোগীদের জন্য টেলি-মেডিসিনের ব্যবস্থা করা সম্ভব হলেও বাকি প্রিভেন্টিভ কেয়ার, যেমন HCV স্ক্রিনিংয়ের জন্য লেবটমি বা এই ধরনের কিছু দেওয়া সম্ভব হয়নি।
সমীক্ষায় দেখা গিয়েছে, বহির্বিভাগের রোগীদের জন্য টেলি-মেডিসিনের ব্যবস্থা করা সম্ভব হলেও বাকি প্রিভেন্টিভ কেয়ার, যেমন HCV স্ক্রিনিংয়ের জন্য লেবটমি বা এই ধরনের কিছু দেওয়া সম্ভব হয়নি।
advertisement
6/7
পাশাপাশি HCV টেস্ট রেজাল্টের তথ্য প্রতি দিন সংগ্রহ করে দেখা গিয়েছে, হাসপাতালের থেকে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে HCV স্ক্রিনিংয়ের মাত্রা আরও বেশি কম হয়েছে। সমীক্ষায় দেখা গিয়েছে, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে HCV স্ক্রিনিংয়ের মাত্রা ৭২ শতাংশ কম হয়েছে। এ দিকে ৬৩ শতাংশ কমেছে নতুন করে HCV নির্ণয়ের পরীক্ষা।
পাশাপাশি HCV টেস্ট রেজাল্টের তথ্য প্রতি দিন সংগ্রহ করে দেখা গিয়েছে, হাসপাতালের থেকে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে HCV স্ক্রিনিংয়ের মাত্রা আরও বেশি কম হয়েছে। সমীক্ষায় দেখা গিয়েছে, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে HCV স্ক্রিনিংয়ের মাত্রা ৭২ শতাংশ কম হয়েছে। এ দিকে ৬৩ শতাংশ কমেছে নতুন করে HCV নির্ণয়ের পরীক্ষা।
advertisement
7/7
সমীক্ষায় রিপোর্ট নিয়ে যথেষ্ট চিন্তিত বিশেষজ্ঞরা। তাঁরা জানাচ্ছেন, এ ভাবে HCV-র স্ক্রিনিং ও টেস্টিং কমে যাওয়া উদ্বেগজনক বিষয়। কারণ HCV-র সংক্রমণও হয় অনেক বেশি। কারও যদি HCV থেকে থাকে, তা যদি ধরা না পড়ে, চিকিৎসা না হয়, তা হলে তা বিরাট আকার ধারণ করতে পারে!
সমীক্ষায় রিপোর্ট নিয়ে যথেষ্ট চিন্তিত বিশেষজ্ঞরা। তাঁরা জানাচ্ছেন, এ ভাবে HCV-র স্ক্রিনিং ও টেস্টিং কমে যাওয়া উদ্বেগজনক বিষয়। কারণ HCV-র সংক্রমণও হয় অনেক বেশি। কারও যদি HCV থেকে থাকে, তা যদি ধরা না পড়ে, চিকিৎসা না হয়, তা হলে তা বিরাট আকার ধারণ করতে পারে!
advertisement
advertisement
advertisement