করোনাভাইরাসের জেরে সমস্যায় পড়ছেন হেপাটাইটিসের রোগীরাও, বলছে সমীক্ষা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
অন্যান্য সব কিছুর সঙ্গেই করোনার জেরে কমেছে Hospital-Wide Hepatitis C (HCV) টেস্টিংয়ের মাত্রা
লকডাউন (Lockdown) এবং পরবর্তী করোনা পরিস্থিতিতে (Covid 19) করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত রোগীদের চিকিৎসা ছাড়া বাকি চিকিৎসায় অনেকটাই সমস্যা হয়েছে। শুধু এ দেশে নয়, বিশ্বের প্রায় সব জায়গায়ই অন্যান্য রোগ বা তার প্রতিকার নিয়ে সে ভাবে ভাবার অবকাশ হয়নি বললেই চলে। হাসপাতালে করোনারোগীদের চাপ বাড়তে থাকায় অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে রোগীদের বেড পেতেও সমস্য়া হয়েছে। আর অন্যান্য সব কিছুর সঙ্গেই করোনার জেরে কমেছে Hospital-Wide Hepatitis C (HCV) টেস্টিংয়ের মাত্রা। করোনা সংক্রমণের আগে যে পরিমাণ টেস্ট হত, তার ৫০ শতাংশ কম টেস্ট হয়েছে এই সময়ে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
পাশাপাশি HCV টেস্ট রেজাল্টের তথ্য প্রতি দিন সংগ্রহ করে দেখা গিয়েছে, হাসপাতালের থেকে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে HCV স্ক্রিনিংয়ের মাত্রা আরও বেশি কম হয়েছে। সমীক্ষায় দেখা গিয়েছে, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে HCV স্ক্রিনিংয়ের মাত্রা ৭২ শতাংশ কম হয়েছে। এ দিকে ৬৩ শতাংশ কমেছে নতুন করে HCV নির্ণয়ের পরীক্ষা।
advertisement