করোনা না কি ফ্লু, অ্যালার্জি না কি ঠান্ডা লাগা - কী হয়েছে আপনার কী করে বুঝবেন

Last Updated:
কী হয়েছে আপনার কী করে বুঝবেন জেনে নিন
1/4
করোনা ভাইরাস শরীরে ঢোকার পর উপসর্গ নাও দেখা দিতে পারে। দু থেকে তিন সপ্তাহের মধ্যে করোনার উপস্থিতি টের পাওয়া যায়। এইসময়ই করোনা ভাইরাস সবথেকে বেশি ছড়িয়ে পড়তে পারে।
করোনা ভাইরাস শরীরে ঢোকার পর উপসর্গ নাও দেখা দিতে পারে। দু থেকে তিন সপ্তাহের মধ্যে করোনার উপস্থিতি টের পাওয়া যায়। এইসময়ই করোনা ভাইরাস সবথেকে বেশি ছড়িয়ে পড়তে পারে।
advertisement
2/4
করোনা ভাইরাসের সঙ্গে আর পাঁচটা সর্দি কাশির প্রাথমিক উপসর্গ খুব কিছু আলাদা না। গলা ব্যথা, মাথা ব্যথা, হাঁচি-কাশি গা ম্যাজম্যাজ সাধারণ জ্বরেও হয়। কিন্তু করোনার ক্ষেত্রে জ্বর খুব বাড়বে, দেহের তাপমাত্রা ১০৩-১০৪-এ উঠে যেতে পারে। গলা ব্যথা বাড়বে। শুকনো কাশি এবং শ্বাসকষ্ট হলে তবে তা চিন্তার বিষয়
করোনা ভাইরাসের সঙ্গে আর পাঁচটা সর্দি কাশির প্রাথমিক উপসর্গ খুব কিছু আলাদা না। গলা ব্যথা, মাথা ব্যথা, হাঁচি-কাশি গা ম্যাজম্যাজ সাধারণ জ্বরেও হয়। কিন্তু করোনার ক্ষেত্রে জ্বর খুব বাড়বে, দেহের তাপমাত্রা ১০৩-১০৪-এ উঠে যেতে পারে। গলা ব্যথা বাড়বে। শুকনো কাশি এবং শ্বাসকষ্ট হলে তবে তা চিন্তার বিষয়
advertisement
3/4
ডায়রিয়া, ঘ্রানশক্তি চলে যাওয়া, খাবরের স্বাদ বুঝতে না পারা, চোখ গোলাপী হয়ে যাওয়া এরকম নানা নতুন নতুন উপসর্গ জেগে উঠছে করোনা সংক্রমণে।
ডায়রিয়া, ঘ্রানশক্তি চলে যাওয়া, খাবরের স্বাদ বুঝতে না পারা, চোখ গোলাপী হয়ে যাওয়া এরকম নানা নতুন নতুন উপসর্গ জেগে উঠছে করোনা সংক্রমণে।
advertisement
4/4
সর্দিকাশি জ্বরের সঙ্গে যদি অন্য কোনও একটি উপসর্গও দেখা দেয় তাহলে সঙ্গে সঙ্গে রক্ত পরীক্ষা করান এবং চিকিৎসকরে পরামর্শ নিন।
সর্দিকাশি জ্বরের সঙ্গে যদি অন্য কোনও একটি উপসর্গও দেখা দেয় তাহলে সঙ্গে সঙ্গে রক্ত পরীক্ষা করান এবং চিকিৎসকরে পরামর্শ নিন।
advertisement
advertisement
advertisement