Love: সমুদ্র সৈকতে বাঁধভাঙা প্রেম! অন্তরঙ্গ মুহূর্তের সঙ্গী নির্জন রিসর্ট, হাতে হাত রেখে কাটবে ভ্যালেন্টাইন্স ডে
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
পূর্ব মেদিনীপুরের এমন একটি সমুদ্র সৈকতের কথা বলব যেখানে প্রেমের সপ্তাহে প্রেমিক-প্রেমিকা বা প্রিয়জনের সঙ্গে প্রেম উপভোগ করার আদর্শ জায়গা।
advertisement
*প্রিয়জনের হাত ধরে নির্জন সৈকতে হেঁটে বেড়াবার উপায় নেই দিঘা মন্দারমণিতে। ফলে সমুদ্র ভালবাসলেও নির্জনতার অভাবে সমুদ্র সৈকত বেড়ানোর মজা উপভোগ করার উপায় নেই। কিন্তু দিঘা মন্দারমনি ছাড়া পূর্ব মেদিনীপুরের এমন একটি সমুদ্র সৈকতের কথা বলব যেখানে প্রেমের সপ্তাহে প্রেমিক-প্রেমিকা বা প্রিয়জনের সঙ্গে প্রেম উপভোগ করার আদর্শ জায়গা। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
*মন্দারমণি ও শংকরপুর সমুদ্র সৈকতের মাঝে অবস্থিত তাজপুর সমুদ্র সৈকত। পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুক থেকে দূরত্ব মাত্র ৭৫ কিলোমিটার। বাস বা ট্রেন দুটোতেই পৌঁছনো যায় তাজপুর সমুদ্র সৈকতে। মেচেদা থেকে দিঘাগামী বাসে করে বালিসাই নেমে সেখান থেকে টোটো, ভ্যান এবং গাড়ি পাওয়া পাওয়া যায় তাজপুর সমুদ্র সৈকত যাওয়ার। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
*কোথাও বেড়াতে গেলে যেটা প্রথমেই মাথায় আসে কোথায় থাকব? অনেকগুলি হোটেল ও রিসোর্ট গড়ে উঠেছে তাজপুর সমুদ্র সৈকত ঘিরে। বিভিন্ন হোটেল গুলির প্রতিদিনের রুম ভাড়া ১০০০ থেকে ৪০০০ টাকা। খাওয়া-দাওয়ার জন্য আলাদা মূল্য দিতে হবে। পর্যটকেরা চাইলে হোটেলের বাইরে খেতে পারে। সমুদ্র থেকে তাকিয়ে দেখলে নজরে আসে না কোন হোটেল, কিন্তু তার মধ্যেই লুকিয়ে আছে অনেক রিসর্ট। গাছ গাছালি দিয়ে ঘেরা। এ এক অন্য বৈচিত্র! সংগৃহীত ছবি।
advertisement
advertisement
*তাজপুর সমুদ্র সৈকত গ্রাম্য প্রকৃতির মধ্যে। পর্যটক গ্রাম্য পরিবেশে শহুরে কৃত্রিম আদব-কায়দা ভুলে গ্রাম্য প্রকৃতি সঙ্গে নিজেকে মানিয়ে নিতে চাইলে তাজপুর সমুদ্র সৈকত আদর্শ জায়গা। ভাটার সময় সমুদ্র দূরে সরে যায়, সৈকত তখন অনেক প্রশস্ত, খেলার উপযুক্ত। সৈকতে লাল কাঁকড়ার উন্মুক্ত বিচরণ। সংগৃহীত ছবি।
advertisement