Cough And Cold Relief: ঋতু বদলের সময় জ্বর-সর্দি-কাশি লেগেই থাকে,অ্যান্টিবায়োটিক নয়, মধু, আদার মতো ৮ ঘরোয়া উপায়ে ঠান্ডা লাগা থেকে মুক্তি
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
মাথায় রাখবেন, অ্যান্টিবায়োটিকের পাশ্বপ্রতিক্রিয়া প্রচুর! কাজেই, প্রথমেই অ্যান্টিবায়োটিক না খেয়ে ঘরোয়া উপায়ে জ্বর, সর্দি-কাশির মোকাবিলা করুন
শীত আসব-আসব করছে! দিনে গরম, রাতের দিকে ঠাণ্ডা! ঋতু পরিবর্তনের এই সময়টা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক! জ্বর, সর্দি-কাশি, বুকে কফ জমা লেগেই থাকে। ডাক্তারের দ্বারস্থ হলেই কড়া-কড়া অ্যান্টিবায়োটিক! কিন্তু মাথায় রাখবেন, অ্যান্টিবায়োটিকের পাশ্বপ্রতিক্রিয়া প্রচুর! কাজেই, প্রথমেই অ্যান্টিবায়োটিক না খেয়ে ঘরোয়া উপায়ে জ্বর, সর্দি-কাশির মোকাবিলা করুন, উত্তর প্রদেশের আলিগড় আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজের ডঃ পীযূষ মাহেশ্বরী জানালেন ৮ টি ঘরোয়া উপায়ের কথা--
advertisement
মধু ও আদা-- ডঃ পীযূষ মাহেশ্বরী জানান, সর্দি-কাশি, জ্বরের মোকাবিলায় মধু ও আদা কার্যকর। আদায় রয়েছে অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল বেশিষ্ট্য যা শরীর থেকে ভাইরাস ও ব্যাকটেরিয়া দুর করে। মধুতে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট যা খুসখুসে কাশি দূর করে। আদার রস আর মধু গরম জলে মিশিয়ে খান, নিমেষে ঠান্ডা লাগা থেকে আরাম পাবেন।
advertisement
advertisement
advertisement
advertisement
হলুদ- হলুদে রয়েছে কারকুমিন যা বুক থেকে কফ, শ্লেষ্মা দূর করে, বুকের ব্যথা কমায়। হলুদের অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান গলা ব্যথা, বুকের ব্যথা দূর করে। এক গ্লাস হালকা গরম জলে এক চিমটি হলুদের গুঁড়ো মিশিয়ে প্রতিদিন কুলকুচি করুন, আরাম পাবেন। এছাড়া এক গ্লাস দুধে অর্ধেক চা-চামচ হলুদগুঁড়ো মিশিয়ে ফোটান । ২ চা চামচ মধু ও সামান্য গোলমরিচের গুঁড়ো মিশিয়ে মিশ্রণটি দিনে ২-৩ বার খান।
advertisement
advertisement
advertisement
